প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন আর্শদীপ সিং। রবিবার প্রোটিয়াদের ঘরের মাঠেই তাদের ব্যাটিং লাইন-আপে ধস নামান আর্শদীপ।
টি-২০ সিরিজ ড্র হওয়ার পর রবিবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রানের মধ্যে ২টি উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। রীজা হেন্ডরিক্স এবং ব্যান ডার ডুসেনকে শূন্য রানে ফেরান আর্শদীপ সিং। আর্শদীপের সাথে যোগ দেন আরেক ভারতীয় পেসার আবেশ খান। তিনিও অসাধারণ বল করছিলেন। একসময়ে মনে হচ্ছিল কে আগে রেকর্ড গড়বেন, আর্শদীপ নাকি আবেশ? শেষ পর্যন্ত বাজিমাত করেন আর্শদিপ সিং।
১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন আর্শদীপ। ৮ ওভার বল করে ৩টি মেইডেন সহ ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন আবেশ খান। একটি উইকেট পান তারকা স্পিনার কুলদীপ যাদব। ৫ উইকেট নেওয়ার সাথে সাথেই প্রথম ভারতীয় পেসার হিসেবে রেকর্ড গড়েন আর্শদীপ। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে তিনি চতুর্থ বোলার যিনি ওডিআইতে ৫ উইকেট নিলেন।
এর আগে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের ৩ স্পিনার। সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (৫/৩৩)। ২০১৮ সালে এই নজির গড়েছিলেন যুজবেন্দ্র চাহাল (৫/২২) এবং ১৯৯৯ সালে সুনীল যোশী নিয়েছিলেন ৫ উইকেট (৫/৬)।
অসাধারণ ইনিংসের পর আর্শদীপ বলেন, 'ওয়ান ডে ম্যাচে ৫ উইকেট পেয়ে খুবই ভালো লাগছে। আমরা প্রথমে ভেবেছিলাম বল বেশি নাড়াচাড়া করবে না। কিন্তু বাস্তবে যা দেখলাম তা অবাক করে দিল। তাই জন্যই উইকেট টু উইকেট বলা করার চেষ্টা করছিলাম। তাতেই সাফল্য'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন