বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবে স্থাপিত হল ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ী ঐতিহাসিক অমর একাদশ-র মূর্তি। ক্লাব লনে অমর একাদশ-এর মূর্তির উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই কলকাতার দুই প্রধানের আইএসএল খেলা নিয়ে প্রশ্ন তুললেন অরূপ বিশ্বাস।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আইএসএল খেলা ছেড়ে ময়দানে ফুটবলটা খেলুন। আইএসএল'এ খেলে কোনও লাভ হবে না কলকাতার ফুটবলে।" একই সঙ্গে জঘন্যতম রেফারিং নিয়ে সমালোচনা করেন ক্রীড়ামন্ত্রী।
সৌরভ গাঙ্গুলি অবশ্য আইএসএল এবং কলকাতা ফুটবলের ভেদাভেদে রাজি নন। তাঁর মতে, আইএসএল রয়েছে আইএসএল-এর জায়গায়, কলকাতা ফুটবল থাকবে তার জায়গায়। তিনি বলেন, "যে কোনও খেলায় অর্থ কখনও অন্তরায় হয়ে দাঁড়ায় না। গাভাসকার, রিচার্ডস, পেলে-মারাদোনা'রা জীবনে খেলে কত টাকা উপার্জন করেছেন? আমিও রঞ্জি খেলেছি মাত্র চারশো টাকার বিনিময়। আসলে প্রয়োজন ইচ্ছাশক্তি ও পরিশ্রম। তা হলেই জীবনে সাফল্য আসবে।"
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, অরূপ দা আবেগপ্রবণ মানুষ আবেগ থেকে কথাটা বলেছেন। আসলে উনি বলতে চেয়েছেন আইএফএ যদি কলকাতা লিগটা ভালো করে করতো তাহলে বাংলার ফুটবলটা উন্নতি করতো। 'অমর একাদশের মূর্তির দু'পাশে ফলক বসানো হবে। যেখানে লেখা থাকবে ১৯১১ শিল্ডজয়ের ইতিহাস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন