অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গেলসে চীনের কিনওয়েন ঝেং-কে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চীনা প্রতিপক্ষকে ৬-৩ এবং ৬-২ ব্যবধানে হারান তিনি। এই নিয়ে পর পর দু'বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা।
২০২৩-র পর ২০২৪ ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা। শনিবার এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা এবং চীনের ঝেং। প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন সাবালেঙ্কা। চীনা প্রতিপক্ষকে হারিয়ে দেন ৬-৩ ব্যবধানে।
দ্বিতীয় সেটে ঝেং খেলায় ফেরার চেষ্টা করলেও পারেননি। দ্বিতীয় সেট ৬-২ ব্যবধানে তাঁকে হারান সাবালেঙ্কা।
ঝেং বলেন, "সাবালেঙ্কাকে অভিন্দন জানাই। এটা আমার প্রথম ফাইনাল ছিল। অনেক অভিজ্ঞতা হলো। আমি আরও ভালো করতে পারতাম কিন্তু সেটা হয়নি। আমাকে যাঁরা সমর্থন করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ"।
ফাইনাল জিতে সাবালেঙ্কা জানান, "এটা আমার দ্বিতীবার জেতা অস্ট্রেলিয়ান ওপেন। আমি সত্যিই বাকরুদ্ধ। জিতে খুবই ভালো লাগছে। ঝেং-কেও অভিনন্দন জানাই। আমি যখন পিছিয়ে পড়ি তখন আমার দল অসাধারণ সাপোর্ট করেছে"।
উল্লেখ্য, ২০২১ এবং ২০২৩ সালে মহিলাদের সিঙ্গেলসে উইম্বলডন সেমিফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। ২০২৩ সালেই ফ্রেঞ্চ ওপেনের সেমিতে এবং ইউ এস ওপেনের ফাইনালে উঠেও কোকো গ্রাফের কাছে হারতে হয়েছিল সাবালেঙ্কাকে। এছাড়া ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবালেঙ্কা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন