Ashes: 'ডু অর ডাই' ম্যাচ ইংল্যান্ডের, শুরুতে ২ উইকেট হারিয়েও ছন্দে অজিরা

প্রতিবেদন লেখার সময়, ব্যাট করছেন লাবুশেন ও স্টিভ স্মিথ। ৩৪ বল খেলে স্টিভ স্মিথ অপরাজিত রয়েছেন ৩৩ রানে। লাবুশেন ৬০ বল খেলে ২৯ রানে অপরাজিত রয়েছেন।
উইকেট নেওয়ার পর ইংল্যান্ড দল
উইকেট নেওয়ার পর ইংল্যান্ড দলছবি - আইসিসির ট্যুইটার হ্যান্ডেল
Published on

অ্যাশেজের চতুর্থ ম্যাচে শুরুতেই ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। ১৫ রানেই প্রথম উইকেট খোয়াতে হয় অজিদের। উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ম্যানচেস্টারে দ্রুত উইকেট হারালেও ফের ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

'ডু অর ডাই' ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড। অ্যাশেজে ২-১ এ এগিয়ে রয়েছে অজিরা। মোট ৫টি টেস্ট হবে। বুধবার চতুর্থ টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এদিন শুরুতেই ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন উসমান খোয়াজা। ৩২ রান করে আউট হয়ে যান দলের তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তাঁকে ফেরান ক্রিস ওকস।

লাঞ্চের আগে পর্যন্ত ৩৪ বল খেলে স্টিভ স্মিথ অপরাজিত রয়েছেন ৩৩ রানে। লাবুশেন ৬০ বল খেলে ২৯ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান।

স্টুয়ার্ট ব্রড ৬ ওভার বল করে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত সবথেকে ভালো বল করেছেন জেমস অ্যান্ডারসন। তিনি ৮ ওভার বল করে ৩টি মেডেইন ওভার নিয়েছেন। রান দিয়েছেন মাত্র ১৭। ক্রিস ওকস ৫ ওভার বল করে ১ উইকেটের বিনিময়ে রান দিয়েছেন ১৩। মার্ক উড ৪ ওভার বল করে রান দিয়েছেন ২১। একটি মেডেইন ওভার নিয়েছেন।

যেহেতু এই টেস্ট হারলে অ্যাশেজ জিতে নেবে অস্ট্রেলিয়া তাই মরিয়া হয়ে উঠেছে ইংল্যান্ড প্লেয়ায়াররা। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছে ক্রিকেটপ্রেমীরা।

উইকেট নেওয়ার পর ইংল্যান্ড দল
ফের কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত! অস্ট্রেলিয়া সরে দাঁড়াতেই জল্পনা তুঙ্গে
উইকেট নেওয়ার পর ইংল্যান্ড দল
Roy Krishna: বেঙ্গালুরু ছেড়ে ওড়িশায় পাড়ি রয় কৃষ্ণার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in