অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে হারের পর ফের বড়ো ধাক্কা ইংল্যান্ড শিবিরে। স্লো ওভার রেটের জন্য ইংল্যান্ড দলের ম্যাচ ফী-র ১০০ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। এর সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) পয়েন্টে ৫ পয়েন্ট কাটা যাচ্ছে ইংল্যান্ডের। জো রুটের ইংল্যান্ড দলের বিরুদ্ধে ম্যাচ রেফারি ডেভিড বুন এই নির্দেশ জারি করেছেন। পর্যালোচনা করে দেখা গেছে নির্ধারিত সময়ে পাঁচ ওভার কম বল করেছে ইংল্যান্ড।
আইসিসি বিধির ধারা ২.২২ অনুসারে খেলোয়াড়দের এবং সাপোর্ট স্টাফদের কোড অফ কন্ডাক্ট দেখা হয়। যেখানে কম ওভার রেটকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। কম ওভার রেটের ক্ষেত্রে ওভার পিছু ২০ শতাংশ করে ম্যাচ ফী-র জরিমানার বিধান আছে।
এছাড়াও ধারা ১৬.১১.২ অনুসারে নির্ধারিত সময়ে প্রতিটি কম ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটার নির্দেশ দেওয়া আছে। যেহেতু এই ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত সময়ে পাঁচ ওভার কম বল করেছে তাই নিয়মানুসারে তাদের ১০০ শতাংশ ম্যাচ ফী এবং পাঁচ পয়েন্ট কাটা যাচ্ছে।
যদিও এবারই প্রথম নয়। এর আগে গত আগস্ট মাসেও স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়েছিলো জো রুটের বাহিনি। সেবার ইংল্যান্ড ও ভারতের ম্যাচে ইংল্যান্ড দলকে ম্যাচ ফীর ৪০ শতাংশ জরিমানা এবং দুই পয়েন্ট কাটা গেছিলো।
ইংল্যান্ড দলের এই জরিমানা ছাড়াও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেড-এরও জরিমানা হয়েছে। আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান ধারা ভঙ্গ করার কারণে তাঁর ম্যাচ ফীর ১৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। ১৪৮ বলে ১৫২ করা হেড এই ম্যাচ চলাকালীন ধারা ২.৩ ভঙ্গ করেছেন। যে ধারা অনুসারে তিনি খেলার সময় শোনা গেছে এরকম অশ্লীল মন্তব্য করেছেন। গত ২৪ মাসে এটাই হেডের বিরুদ্ধে প্রথম শাস্তিমূলক ব্যবস্থা।
নিজের শাস্তি প্রসঙ্গে হেড তাঁর অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাঁর এই সুপারিশ করেন ম্যাচের দুই আম্পায়ার পল রাফায়েল, রোড টাকার, তৃতীয় আম্পায়ার পল উইলসন এবং চতুর্থ আম্পায়ার স্যাম নোগাস্কি।
অ্যাসেজ সিরিজের পরবর্তী টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দিন ও রাতের এই টেস্ট ম্যাচ শুরু হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন