ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা গৌতম গম্ভীরের মন্তব্যের পাল্টা দিলেন পাক তারকা শাহিদ আফ্রিদি। তাঁর মতে ক্রিকেট মাঠে ভালোবাসা থাকা উচিত।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব সকলের জানা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন মাঠে নামে লাখ লাখ দর্শকও যেন উত্তেজিত হয়ে পড়েন। তবে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে অন্য ছবি ধরা পড়েছিল। মাঠের বাইরে পাক ক্রিকেটারদের সাথে হেসে কথা বলতে দেখা গিয়েছিল বিরাটদের। যা ভালো নজরে দেখেননি ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর।
বুধবার যার পাল্টা দিলেন শাহিদ আফ্রিদি। তিনি বলেন, "সেটা তাঁর (গৌতম গম্ভীর) ভাবনা। আমার চিন্তা আলাদা। আমরা ক্রিকেটারের পাশাপাশি রাষ্ট্রদূতও। বিশ্বজুড়ে আমাদের ভক্ত রয়েছে। তাই সকলকে শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা পাঠানোই দরকার। হ্যাঁ অবশ্যই মাঠে আগ্রাসন থাকবে তবে মাঠের বাইরের কথাও আমাদের ভাবতে হবে।"
প্রসঙ্গত, গৌতম গম্ভীর বলেছিলেন, "যখন তুমি দেশের জন্য মাঠে নামছো তখন তোমাকে বাউন্ডারির বাইরে বন্ধুত্ব ফেলে রেখে আসতে হবে। খেলাতেই মূল ফোকাস হওয়া দরকার। দু'পক্ষেরই প্লেয়ারদের চোখে আগ্রাসন থাকা দরকার। ক্রিকেটের ছয়-সাত ঘন্টা পর তুমি বন্ধু। মাঠে নামার সময় তোমাকে মনে রাখতে হবে শুধু নিজেকে নয় কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন।"
তিনি আরও বলেছিলেন, "এখন দেখা যাচ্ছে দুই দলের সমর্থক একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে। কিন্তু কিছু বছর আগে এই দৃশ্য দেখা যেত না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন