সর্বকনিষ্ঠ প্রশাসক হিসেবে গত বছরের শুরুতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন জয় শাহ। এই পদের জন্য বিসিসিআই সচিবের মেয়াদ আরও বাড়ানো হলো। ২০২৪ সাল পর্যন্ত এসিসি-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জয় শাহ। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই সচিব জয় শাহের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সাম্মি সিলভা। এদিন এসিসি-এর এজিএমে সর্বসম্মতিক্রমে সিলভার প্রস্তাবকেই সিলমোহর দেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের কাছ থেকে এসিসির সভাপতিত্ব পেয়েছিলেন জয়। এবার তাঁর মেয়াদ বাড়ানো হলো আরও এক বছর।
মেয়াদ বৃদ্ধির পর, ক্রিকেটের উন্নতির জন্য এসিসি ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাবে বলে জানান জয় শাহ। এজিএমের ভাষণে তিনি আরও বলেন, "এই অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা আগের মতোই দায়বদ্ধ থাকব। বিশেষ করে মহিলাদের ক্রিকেটের আরও উন্নয়ন প্রয়োজন। প্রাথমিক স্তরের কিছু প্রতিযোগিতাও আয়োজন করবে এসিসি।"
শাহর মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এই সাধারণ সভায় এশিয়া কাপ-২০২২ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ চার বছর পর ২৭ শে আগস্ট থেকে ১১ ই সেপ্টেম্বর পর্যন্ত এবছরই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন