Asian Cup: যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি ভারত

বৃহস্পতিবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন করা হয়েছে। গ্রুপ ডি-তে ভারতের প্রথম ম্যাচ ৮ জুন, কম্বোডিয়ার বিরুদ্ধে। খেলা হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দল ফাইল ছবি ইন্ডিয়ান ফুটবল টিম ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ডি-তে স্থান হল ভারতের। ভারতের সঙ্গে এই গ্রুপে আছে আফগানিস্তান, হংকং এবং কম্বোডিয়া। বৃহস্পতিবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন করা হয়েছে। গ্রুপ ডি-তে ভারতের প্রথম ম্যাচ ৮ জুন, কম্বোডিয়ার বিরুদ্ধে। খেলা হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।

এশিয়ান কাপের তৃতীয় যোগ্যতা অর্জন পর্বের সূচি অনুসারে ১১ জুন ভারতের দ্বিতীয় ম্যাচ এবং ১৪ জুন তৃতীয় ম্যাচ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে আফগানিস্তান এবং হংকং-এর বিরুদ্ধে। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অংশ নেবার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামী ২৩ এবং ২৬ মার্চ বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।

এশিয়ান কাপে এখনও পর্যন্ত ১৩টি দল যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও ১১টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। তৃতীয় যোগ্যতা অর্জন পর্বের ছটি গ্রুপ থেকে শীর্ষস্থানীয় ছটি দল এবং দ্বিতীয় স্থানাধিকারী পাঁচটি দল সুযোগ পাবে চীনে অনুষ্ঠিত মূল পর্বের খেলায়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in