ফুটবলের 'মক্কা' নামে পরিচিত কলকাতা। ভারতের প্রতিপক্ষ যেই দেশই হোক না কেনো, ফুটবলের প্রতি বাংলার যে উন্মাদনা তা আবারও একবার প্রমাণ হয়ে গেলো। অনলাইনে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের টিকিট ছাড়ার দশ মিনিটের মধ্যেই তা শেষ হয়ে গেলো। যেখানে ফেডারেশন ভেবেছিলো সুনীল ছেত্রীদের টিকিট হয়তো বিক্রি হবেনা, সেখানে টিকিটের চাহিদা দেখে বিস্মিত ফেডারেশন। তবে শনিবার বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, টিকিটের কোনো অভাব হবে না। পুরো যুবভারতীর দর্শকাসন ভরিয়ে দেওয়ার মত টিকিট ছাড়বে আয়োজকরা।
কলকাতায় আয়োজিত হতে চলেছে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাই পর্বের গ্রুপ-ডি এর ম্যাচগুলি। যেখানে ভারত ছাড়াও খেলবে আফগানিস্তান, হংকং এবং কম্বোডিয়া। যেহেতু ভারতের বাকি তিন প্রতিপক্ষ তুলনামূলক অনামী, তাই প্রথমে সুনীল ছেত্রীদের টিকিট বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলো ফেডারেশন। প্রথম দফায় তাই ছাড়া হয়েছিলো ২০ হাজার টিকিট। কিন্তু টিকিট ছাড়ার দশ মিনিটের মধ্যেই তা দশ মিনিটের মধ্যেই ঝড়ের মতো উড়ে যায়।
এএফসি এশিয়ান কাপের ম্যাচে দর্শকদের মাঠ ভরানোর বিশেষ অনুরোধ করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ভিডিও বার্তায় সুনীল বলেন, "আমি আপনাদের সত্যিই ভালোবাসি। শেষ বার আমরা এখানে এসেছিলাম, বাংলাদেশের বিরুদ্ধে আমরা খেলেছিলাম, পঞ্চাশ হাজারের উপর সমর্থক মাঠে ছিল। আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমরা হয়েছিলাম। যেরকম সমর্থন পেয়েছিলাম সেরকম ফলাফল হয়নি। কিন্তু প্লিজ আবার আসুন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন