এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট টিম। আর এই খেলাতে একাই দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ১ মেডেন সহ ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তিতাসের এই সাফল্যে আনন্দে ভাসছে হুগলীর চুঁচুড়া।
এদিন তিতাসের বাবা রণদীপ সাধু পিপলস রিপোর্টার প্রতিনিধিকে এই প্রসঙ্গে বলেন, “আজ তিতাস যা করেছে সবই ওর পরিশ্রম আর সাধনার ফল। ও কখনও অল্পতে সন্তুষ্ট হয় না এটাই ওর বড় বৈশিষ্ট্য। এশিয়ান গেমসে যাওয়ার আগে কঠিন অনুশীলন করেছিল। সেই ফল ও পেলো। খুব ভালো লাগছে।“
এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রথম একাদশে তিতাসের সুযোগ পাওয়াটাই অনিশ্চিত ছিল। সেসব কিছুকে ছাপিয়ে এই সাফল্য়ে গর্বিত তিতাসের পরিবার। তাঁর বাবা বলেন, “ও যে প্রথম একাদশে সুযোগ পাবে সেই বিষয়ে তেমন নিশ্চিত ছিল না। সেই কারণে ওর এই সাফল্য দেখে ভালো লাগছে। আমি গর্বিত।“
সামনেই তিতাসের জন্মদিন। ১৯ বছর বয়স হবে তাঁর। তিতাস বাড়িতে এলে এই নিয়ে কোনও পরিকল্পনা আছে কি? তিতাসের পছন্দর কোন রান্না করা হবে? এই প্রশ্নের জবাবে তিতাসের বাবা জানালেন, “বুধবার হয়তো দেশে ফিরবে তিতাস। বেশি সময় পাওয়া যাবে না। কারণ এরপরেই সিনিয়র দলের সঙ্গে খেলতে চলে যাবে। ২৯ সেপ্টেম্বর ওর জন্মদিন। চাইনিজ খাবার ওর পছন্দ। ইচ্ছা আছে সেটা খাওয়ানোর। তবে চিন থেকে ঘুরে আসছে। সেখানে চাইনিজ খাবারই তো খাচ্ছে।"
টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করেছিল। এরপর শুরু হয় ভারতের বোলিং। ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান করেই থেমে যায় শ্রীলঙ্কা। তিতাস ৪ ওভার বোলিং করে ১টি মেডেন সহ ৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। এই নিয়ে এশিয়ান গেমসে এখনও পর্যন্ত দুটি সোনা, তিনটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন