Asian Para Games 2023: ফের ইতিহাস! প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি ভারতীয় অ্যাথলিটদের

People's Reporter: বর্তমানে ভারতের পদক সংখ্যা ১১১টি। ২৯টি সোনা ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত।
প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি
প্যারা গেমসেও পদকের সেঞ্চুরিছবি - ট্যুইটার
Published on

এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমসেও ইতিহাস গড়লো ভারত। চীনের মাটিতে ১০০ পদক জিতে নিলেন ভারতীয় অ্যাথলিটরা। সমস্ত অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে কোনো এশিয়ান প্যারা গেমসে ভারত ১০০ বা তার বেশি পদকের গন্ডি টপকাতে পারেনি। তবে ২০২৩ সালে এশিয়ান গেমসে ১০৭টি পদক সংগ্রহ করার পর প্যারা গেমসেও ট্যাগ লাইন রাখা হয়েছিল 'ইস বার ১০০ পার'। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামেন প্যারা আথলিটরা। ষষ্ঠ দিনেই ১০০ নম্বর পদক আসে ভারতের। বর্তমানে ভারতের পদক সংখ্যা ১১১টি। ২৯টি সোনা ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত।

নিজের এক্স হ্যান্ডেলে সকল ক্রীড়াবিদদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের সকলকে গর্বিত করেছে। আমি সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানাই। এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। ভারতীয় অ্যাথলিটরা প্রমাণ করলেন যে কোনো কিছুই অসম্ভব নয়"।

ভারত পঞ্চম স্থানে থাকলেও শীর্ষস্থান দখল করে রেখেছে চীন। তারা ২১৪টি সোনা, ১৬৭টি রুপো এবং ১৪০টি ব্রোঞ্জ জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। ইরানের ঝুলিতে আছে ৪৪টি সোনা ৪৬টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। ৪২টি সোনা, ৪৯টি রুপো এবং ৫৯টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে আছে ৩০টি সোনা, ৩৩টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ। ২৯টি সোনা, ৩০টি রুপো এবং ৩৬টি ব্রোঞ্জ নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইন্দোনেশিয়া।

প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি
Cricket World Cup 2023: 'সাকিবের প্রশংসা করা উচিত' - ইডেনে নামার আগে কেন এমন বললেন তাসকিন?
প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি
Cricket World Cup 2023: বিশ্বকাপের মিডিয়া সেন্টার এবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in