চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো অ্যাস্টন ভিলা
চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো অ্যাস্টন ভিলাছবি - অ্যাস্টন ভিলার ফেসবুক পেজ

EPL: টোটেনহ্যামের হারে ইতিহাস অ্যাস্টন ভিলার! এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন

People's Reporter: ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকা দলগুলি ২০২৪-২৫ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।
Published on

ইতিহাস রচনা করলো অ্যাস্টন ভিলা। এই প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। ম্যান সিটির কাছে টোটেনহ্যাম পরাজিত হওয়ার পরই অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকা দলগুলি ২০২৪-২৫ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। লিভারপুলের বিরুদ্ধে নাটকীয় ভাবে ম্যাচে ফিরে ১ পয়েন্ট পেয়েছিল অ্যাস্টন ভিলা। তবে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়ার জন্য ম্যান সিটি বনাম টোটেনহ্যাম ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল এমি মার্টিনেজদের।

পয়েন্টস টেবিলে ৩৭ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে ম্যান সিটির কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার ফলে ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টোটেনহ্যাম হটস্পার। বাকি আছে একটি ম্যাচ। সেই ম্যাচ যদি টোটেনহ্যাম জেতে তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৬। ফলে চ্যাম্পিয়ন্স লিগের রাস্তা পরিষ্কার অ্যাস্টন ভিলার জন্য।

অ্যাস্টন ভিলাতে যোগ দিয়ে আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ জানিয়েছিলেন, ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখলে সবথেকে বেশি খুশি হবো। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে পর মার্টিনেজ জানান, 'আমাদের কাছে একটা বিশেষ দিন। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন নিয়েই আমরা মরশুম শুরু করেছিলাম। দলের সকল প্লেয়াররা নিজেদের সেরাটা দিয়েছে'।

অ্যাস্টন ভিলার জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচ উনাই এমেরির। ২০২২ সালে এই ক্লাবের দায়িত্ব নেন এমেরি। তারপর থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে সফল হয় অ্যাস্টন ভিলা।

উল্লেখ্য, ১৯৯২-৯৩ এবং ১৯৯৫-৯৬ মরসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে শেষ করেছিল অ্যাস্টন ভিলা। কিন্তু তখন প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ দেওয়া হতো।

চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো অ্যাস্টন ভিলা
IPL 2024: প্লে অফের আগে চাপ বাড়লো নাইটদের! দল ছাড়ছেন সল্ট
চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো অ্যাস্টন ভিলা
Bayer Leverkusen: অপরাজিত ৫০! আলোনসোর হাত ধরে স্বপ্নের উড়ান লেভারকুসেনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in