বিশ্বকাপে বিশেষ অঙ্গভঙ্গির জের, এমিলিয়ানো মার্টিনেজকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত অ্যাস্টন ভিলার!

এমিলিয়ানো মার্টিনেজের ছাঁটাইয়ের খবরটি প্রকাশ্যে এনেছে ইউরোপীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ট্রান্সফার সংক্রান্ত খবরের সংস্থা 'ফিকাজেস'।
এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজছবি - ফিফা ওয়ার্ল্ড কাপে
Published on

বিশ্বকাপ জিতে বিতর্কের শিরোনামে উঠেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস নিয়ে তার বিশেষ অঙ্গভঙ্গির তীব্র নিন্দা করেছিলেন ফ্রান্সের তথা ইউরোপীয় ফুটবলের বিভিন্ন ক্লাবের সমর্থকরা। শোনা যাচ্ছে এবার ক্লাবের সম্মান ধরে রাখতেই এমিলিয়ানো মার্টিনেজকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অ্যস্টন ভিলা।

এমিলিয়ানো মার্টিনেজর ছাঁটাইয়ের খবরটি প্রকাশ্যে এনেছে ইউরোপীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ট্রান্সফার সংক্রান্ত খবরের সংস্থা 'ফিকাজেস'। ওই সংস্থার দাবি, মার্টিনেজের সাথে ক্লাবের সম্পর্ক ছিন্ন হওয়া কার্যত সময়ের অপেক্ষা। আর এই কাজটি হচ্ছে অ্যাস্টন ভিলার কোচের মধ্যস্থতায়। কোচ চাইছেন মার্টিনেজের বদলে অন্য কোনো গোলকিপারকে সই করাক ক্লাব কর্তৃপক্ষ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাতে প্রায় দু বছর হচ্ছে মার্টিনেজ খেলছেন। শোনা যাচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে ইয়াসিন বুনুকে নেওয়ার চেষ্টা করছে অ্যাস্টন ভিলা। তিনিও যথেষ্ট নজর কেড়ে ছিলেন বিশ্বকাপের মঞ্চে।

উল্লেখ্য, একদিন আগেই অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি বলেছিলেন, 'এমিলিয়ানো মার্টিনেজের মধ্যে আবেগ একটু বেশি। যেটা ও নিয়ন্ত্রণ করতে পারছে না। এমি ক্লাবে ফিরলে ওর সাথে আমি কথা বলে দেখব। ওকে বোঝাতে হবে যে একজন দায়িত্বশীল ফুটবলার হতে গেলে সব সময় আবেগ প্রকাশ করা উচিত নয়। ওকে নিয়ে আমরা সত্যিই গর্বিত।' কিন্তু হঠাৎ কী এমন হল যাতে মার্টিনেজকে তড়িঘড়ি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিতে হল? তবে মার্টিনেজ বা ক্লাব কর্তৃপক্ষের থেকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এমিলিয়ানো মার্টিনেজ
FIFA World Cup 22: এমবাপ্পের গোল অবৈধ! হঠাৎ কেন এমন দাবি করলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in