রবিবার শেষ হল ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্স। এই প্যারালিম্পিক্সে ২৯টি পদক পেয়েছে ভারত। ভারতের স্থান ১৮। প্রথম স্থানে রয়েছে চিন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে গ্রেট ব্রিটেন ও আমেরিকা। সর্বশেষ স্থানে রয়েছে পাকিস্তান। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনের দায়িত্বে ছিলেন দেশের হয়ে ইতিহাস তৈরি করা দুই ক্রীড়াবিদ হরবিন্দর সিং ও প্রীতি পাল।
এবার পুরুষদের তিরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন তিনি। অন্যদিকে, মহিলাদের টি-৩৫ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি পাল। প্যারালিম্পিক্সে স্প্রিন্টে এটাই প্রথম পদক ভারতের। এছাড়া ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পান তিনি।
এবারের প্যারালিম্পিক্সে ক্লাব থ্রোয়ে ধরমবীর সিং, তিরন্দাজিতে হরবিন্দর সিং, জ্যাভলিনে সুমিত আন্টিল, ব্যাডমিন্টনে নীতেশ কুমার, শুটিংয়ে অবনী লেখারা এবং জ্যাভলিনে নভদীপ সিং স্বর্ণপদক জিতেছেন। সব মিলিয়ে ৭টি সোনা জিতেছে ভারত। এছাড়া রুপো এসেছে ৯টি ও ব্রোঞ্জ এসেছে ১৩টি। প্যারালিম্পিক্সের ইতিহাসে এবারই সব চেয়ে বেশি পদক জিতেছে ভারত।
এবারের প্যারালিম্পিক্সে প্রথম স্থানে রয়েছে চিন। ৯৪টি সোনা, ৭৬টি রুপো ও ৫০টি ব্রোঞ্জ সহ মোট ২২০টি পদক জিতেছে চিন। দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেন ৪৯টি সোনা, ৪৪টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ সহ মোট ১২৪টি পদক লাভ করেছে। তৃতীয় স্থানে থাকা আমেরিকা ৩৬টি সোনা, ৪২টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ সহ মোট ১০৫টি পদক জয় করেছে।
এছাড়া আয়োজক দেশ ফ্রান্স ১৯টি সোনা, ২৮টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ সহ মোট ৭৫টি পদক জিতে অষ্টম স্থানে রয়েছে। প্রতিবেশী শ্রীলঙ্কা শুধুমাত্র একটি রুপোর পদক জয় করে রয়েছে ৭৫ তম স্থানে এবং পাকিস্থান জিতেছে একটি মাত্র ব্রোঞ্জ।
অনুষ্ঠানের শেষে পরের প্যারালিম্পিক্সের দায়িত্ব তুলে দেওয়া হয় আমেরিকার হাতে। ২০২৮ সালে প্যারালিম্পিক্স অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলসে। শুরু চার বছরের অপেক্ষা। তবে গোটা দেশ আশাবাদী চার বছর পর লস অ্যাঞ্জেলসে নিজেদের এই রেকর্ডও ভাঙবে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন