স্প্যানিশ লা লিগায় দুরন্ত গতিতে ছুটছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মরশুমে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদকে অনেকটাই পেছনে ফেলে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাচ্ছে দিয়েগো সিমিওনেরা। গত রাতে স্বাগতিক কাদিজকে ৪-২ ব্যবধানে হারিয়ে বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো। বর্তমানে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ফার্স্ট বয় তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বার্সা ও রিয়েলের থেকে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে দলটি।
কাদিজের ঘরের মাঠে এদিন প্রথমার্ধের ২৮ মিনিটে উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে এর ঠিক সাত মিনিট পরেই আলভারো নেগ্রেডো কাদিজকে সমতা এনে দেন। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে সল নিগুইজ গোল করে আবার অ্যাটলেটিকোকে লীড এনে দেয়।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো।স্কোর লাইনে তাদের তৃতীয় গোলটি আসে পেনাল্টির মাধ্যমে। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি সুয়ারেজ। ৭১ মিনিটে আবার কাদিজের হয়ে ব্যবধান কমান সেই আলভারো নেগ্রেডোই। তবে ৮৮ মিনিটে কাদিজের জালে বল জড়ান কোকে। আর সেইসঙ্গে অ্যাটলেটিকোর বিজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
লা লিগার অপর এক ম্যাচে এদিন অ্যাথেলিটিক বিলবাও-এর বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। সেইসঙ্গে তারা রিয়েল মাদ্রিদকে পেছনে ফেলে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
প্রথমার্ধের ২০ মিনিটে লিওনেল মেসি গোল করে বার্সাকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে থাকলেও ৪৯ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতা ফিরে পায় বিলবাও। এরপর ৭৪ মিনিটে বার্সার হয়ে কাঙ্খিত জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন