নিলামে রেকর্ড! সাড়ে ১৮ কোটি টাকায় বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে কিনলো পাঞ্জাব কিংস

গত বছর মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কুরেন ভেঙে দিলেন মরিসের সেই রেকর্ড।
স্যাম কুরেন
স্যাম কুরেনফাইল চিত্র - সংগৃহীত
Published on

আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়লেন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কুরেন। 'মিনি' নিলামে যে ব্রিটিশ অলরাউন্ডারের জন্য এতো টাকায় ফ্র্যাঞ্চাইজি গুলি ঝাঁপাতে পারে তা অনুমান করা যায়নি। কুরেনকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন তিনি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের নামে।

গত বছর মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কুরেন ভেঙে দিলেন মরিসের সেই রেকর্ড। তবে এদিন কুরেনের গড়া রেকর্ডও প্রায় ভাঙতে বসেছিল। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও হয় ব্যাপক লড়াই। সাড়ে ১৭ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

স্যাম কুরেনের বেস প্রাইস ছিল দু'কোটি টাকা। এক মিনিটের মধ্যেই তাঁর জন্য ১২ কোটি টাকা পর্যন্ত দর উঠে যায়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস ১৩ কোটি পর্যন্ত এগিয়ে যায়। ১৫ কোটি টাকা পর্যন্ত লড়াইয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস লড়াই চালিয়ে জারি রাখে। ১৬ কোটি টাকা পৌঁছাতে আবার আগ্রহ দেখায় লখনউ সুপার জায়ান্টস। জোর লড়াইয়ের পর ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কুরেনকে দলে নেয় পাঞ্জাব।

ভারত সফরে এসে নিজের জাত চিনিয়ে ছিলেন ক্যামেরন গ্রিন। সেই অজি তারকাকে দলে নেওয়ার জন্য দুর্দান্ত লড়াই চললো ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে। সাড়ে ১৭ কোটি টাকায় তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

দলে গুছিয়ে নেওয়ার মিনি নিলাম কার্যত 'মেগা' হয়ে উঠেছে। শুরুতেই বিদেশী ক্রিকেটারদের দলে নিতে বড় অঙ্ক খরচ করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। অকশানের শুরুতেই এদিন ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তরুণ ব্রিটিশ তারকা হ্যারি ব্রুককে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এই বছর ৯৯১ জন প্লেয়ারের মধ্যে ৪০৫ জনকে মিনি নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। আইপিএল নিলামে ১০টি দল ৪০৫ জন প্লেয়ারের জন্য দর হাঁকবে। ৪০৫ প্লেয়ারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি প্লেয়ার। ৪ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড ক্রিকেটার এবং বাকি ২৯৬ জন আনক্যাপড। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করবে, যার মধ্যে থাকবে ৩০ জন বিদেশী খেলোয়াড়।

স্যাম কুরেন
FIFA World Cup 26: পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে পারে ভারতও! কী বললেন ফিফা প্রেসিডেন্ট?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in