অস্ট্রেলিয়ার স্পিন বিষে জর্জরিত হয়ে গেল প্রথম টেস্ট হারলো শ্রীলঙ্কা। ২০১১ সালের পর প্রথমবার শ্রীলঙ্কায় টেস্ট জিতলো অজিরা। এবার জয় এলো দশ উইকেটে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য অতিক্রম করতে ডেভিড ওয়ার্নারের প্রয়োজন হলো মাত্র ৪ বল।
দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ছিলো অস্ট্রেলিয়া। তবে কার্যত অনুমান করা যায়নি তৃতীয় দিনে দু ঘন্টার মধ্যেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া। দিনের শুরুটা ভালো করেছিলো দ্বীপরাষ্ট্র। অস্ট্রেলিয়ার মতোই ঝড়ো শুরু করে তারা। তবে অতিরিক্ত ঝড়ো ইনিংস খেলতে গিয়ে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ে।
দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্র অল আউট হয়ে যায় মাত্র ১৩ রানে। পথুম নিশঙ্কা(১৪), করুণারত্নে(১০), ওশাডা ফার্নান্দো(১২), ধনঞ্জয় ডি সিলভা(১১), চান্দিমাল(১৩)-রাই দশ রানের গন্ডি রানের অতিক্রম করতে পেরেছে।
ট্রাভিস হেড মাত্র ২.৫ ওভারে তাঁর কেরিয়ারের সেরা দশ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন এবং নাথান লিঁও ৩১ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া দুটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার সোয়েপসন।
অস্ট্রেলিয়ার এই জয়ের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে নামার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেলো ভারত। ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করে ফেলেছে অজিরা। তার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ওঠার রাস্তা কঠিন হয়ে পড়লো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন