২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে তিনি অস্ট্রেনিয়ান ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া মির্জা। এবার আরও একবার এই খেতাব জয়ের দোরগোড়ায় ভারতের টেনিস সুন্দরী। রোহন বোপান্নার সাথে জুটি বেঁধে সানিয়া পৌঁছে গেলেন মিক্সড ডাবলসের ফাইনালে। মার্গারেট কোর্ট এরিনায় ব্রিটিশ-মার্কিন জুটি নিয়াল স্কুপস্কি এবং ডেসিরায়ে ক্রাউকজিক ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জয় পেলেন রোহন-সানিয়া।
বুধবার ১ ঘন্টা ৫১ মিনিটের লড়াইয়ে সানিয়া-রোহন জুটি হাসলেন শেষ হাসি। তৃতীয় বাছাই জুটির বিপক্ষে প্রথম সেট টাইব্রেকারে জেতেন সানিয়ারা। দ্বিতীয় সেটে একইভাবে সমতা ফিরে পান স্কুপস্কি-ক্রাউকজিক। অবশেষে খেলা গড়ায় সুপার টাইব্রেকারে। সেখানে বাজিমাৎ করেন ভারতীয় জুটি। ম্যাচের ফলাফল সানিয়া-রোহনের পক্ষে ৭-৬(৭-৫), ৬-৭(৫-৭), ১০-৬।
সোমবার উরুগুয়ে-জাপানি জুটি এরিয়েল বেহার এবং মাকাতো নিনোমিয়াকে কোর্ট-৭ এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন সানিয়া-রোহন। ৬-৪, ৭-৬ (১১-৯) ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে জয় পেয়েছিলেন সানিয়ারা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বিপক্ষকে ফিরে আসার সুযোগই দেননি তাঁরা।
সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অবশ্য সানিয়া-রোহন জুটিকে কোনোরকম কসরত করতে হয়নি। কোয়ার্টার ফাইনালে লাটভিয়ান-স্প্যানিশ জুটি জেলেনা ওস্তাপেঙ্কো এবং ডেভিড ভেগা হার্নান্দেজের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেন ভারতীয় জুটি।
মিক্সড ডাবলসের অন্য সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ান জুটি অলিভিয়া গাদেকি - মার্ক পোলম্যানস এবং ব্রাজিলিয়ান জুটি রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। এই ম্যাচে যে জুটি জয়ী হবেন তাদের বিরুদ্ধে ফাইনালে নামবেন সানিয়া-রোহন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন