আইপিএল-র জন্যই অস্ট্রেলিয়া ২০২৩ বিশ্বকাপ জিতেছে। এমনটাই দাবি করলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। অপ্রতিরোধ্য ভারতকে রুখে দেওয়ার নেপথ্যে রয়েছে ভারতেরই ভূমিকা! এমনই দাবি করেন ওয়ার্নার। তিনি বলেন, বিশ্বকাপ জিততে আইপিএল-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা অনেকেই আছি যারা প্রথম থেকে আইপিএল খেলছি। ভারতের মাঠ, পরিবেশ, জলবায়ু আমাদের চেনা। তাই খেলতে কোনো অসুবিধা হয় না।
ওয়ার্নার আরও জানান, বিশ্বকাপের ফাইনালের দিন আমরা জানতাম ভারতের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমেদাবাদকে ঘরের মাঠ হিসেবে ভেবেই খেলার পরিকল্পনা করি। ওই স্টেডিয়ামকে মেলবোর্ন হিসেবেই খেলেছিলাম। ভারতীয় ব্যাটারদের বাউন্ডারি মারতে বাধ্য করার পরিকল্পনা নিয়েই আমরা বল করি। আর তাতেই সাফল্য আসে। আইপিএল খেলতে না এলে ভারতের পিচ সম্পর্কে এতো ধারণা আমাদের হতো না।
তবে আইপিএল-র জন্য শুধু ভারতের পিচ চেনা নয় আসন্ন টি-২০ বিশ্বকাপেরও প্রস্তুতি হয়ে যাচ্ছে অজিদের। ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। ২০টি দেশ খেলবে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপের ভেন্যু অবশ্য পৃথক। সেখানে অজিরা কতটা সাফল্য পায় সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন