অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন সানিয়া মির্জা। কাজাখস্তানের অ্যানা দানিলিনার সাথে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন ভারতের মহিলা টেনিস সেনসেশন। রবিবার ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটির বিপক্ষে ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে হারলেন সানিয়া-অ্যানা জুটি।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনের পরেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া। সেই অর্থে এটিই ভারতীয় তারকার শেষ টুর্নামেন্ট। ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সাথে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস খেতাব জিতেছিলেন সানিয়া। কেরিয়ারের শেষ টুর্নামেন্টে ডাবলস বিভাগে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। রবিবার প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় সানিয়া-অ্যানা জুটি। ০-৩ পিছিয়ে থাকা অবস্থায় পরপর তিনটে গেম জিতে নেন। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সানিয়ারা। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট জয়ের পর নির্ণায়ক সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অ্যানা-সানিয়া জুটি।
ডাবলস থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসে আশা জিইয়ে রেখেছেন সানিয়া। রোহন বোপান্না ও তাঁর জুটি পৌঁছে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে সানিয়া-রোহনের প্রতিপক্ষ ছিলেন স্থানীয় ওয়াইল্ড কার্ড জুটি জেমি ফোরলিস এবং লিউক স্যাভিয়েল। ১ ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন সানিয়া-বোপান্না জুটি।
২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সানিয়া। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে বোপান্নার সাথে ১৪ বছর আগের সেই স্মৃতি কি ফিরিয়ে আনতে পারবেন তিনি?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন