অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন। তৃতীয় রাউন্ডেই হেরে বছরের প্রথম মেজর থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। গতকালই যুক্তরাষ্ট্র ওপেন জয়ী এমা রাডুকানুর বিদায়ের পর শুক্রবার ওসাকার বিদায় চলতি অস্ট্রেলিয়ান ওপেনের এখনও পর্যন্ত কার্যত সবচেয়ে বড় অঘটন।
জাপানী তারকা নাওমি ওসাকাকে হারিয়ে সাড়া জাগিয়ে ফেললেন যুক্তরাষ্ট্রের ২০ বর্ষীয় তরুণী আমান্ডা অ্যানিসিমোভার। তিন সেটের লড়াইয়ে প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ দুই সেটে বাজিমাৎ করেন যুক্তরাষ্ট্রের তরুণী। ২ ঘন্টা ১৫ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে আমান্ডার পক্ষে ফল ৪-৬, ৬-৩, ৭-৬(৯-৫)।
প্রথম সেটটা নিজের নামেই করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা। জাপানী সেনসেশন প্রথম সেটে আমান্ডাকে হাত খুলতে দেননি। তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে ৬-৩ ব্যবধানে সমতা ফিরে পায় আমান্ডা। এরপর তৃতীয় সেটে ৯-৫ ব্যবধানে টাইব্রেকার জিতে ওসাকাকে হারিয়ে চমক দেখান মার্কিন তারকা।
চলতি মরশুমে ফর্মের শিখরে রয়েছেন আমান্ডা। ওসাকাকে হারিয়ে তাঁর এই মরশুমের পরিসংখ্যান ৮-০। তবে আগামী ম্যাচে আমেরিকান তরুণীর সামনে বড় চ্যালেঞ্জ। রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টির। তবে ওসাকাকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ান তারকার বিরুদ্ধে কোর্টে নামবেন আমান্ডা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন