Australian Open: ম্যাচের মাঝেই উধাও নাদালের প্রিয় র‌্যাকেট! তবে প্রথম রাউন্ড সহজেই পার মহাতারকার

বিরতির সময় এক খুদে বল বয় ভুলবশত রাফার র‌্যাকেটটি রিপেয়ারিংয়ের জন্য নিয়ে যায়। পরে যখন জানতে পারেন বল বয় র‌্যাকেটটি নিয়ে চলে গিয়েছে, কাঁদো কাঁদো মুখ করে চেয়ার আম্পায়ারের কাছে নালিশ জানাতে যান তিনি।
নাদাল
নাদালছবি সংগৃহীত
Published on

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের যাত্রা শুরু করলেন রাফায়েল নাদাল। ২১ বছরের জ্যাক ড্র্যাপারের বিরুদ্ধে ৩৭ বছরের অভিজ্ঞ নাদালের জয় পেতে অসুবিধা হলো না। তবে লড়াই চললো ৩ ঘন্টা ৪০ মিনিট ধরে। ৪ সেটের ম্যাচে ২২ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্প্যানিশ মহাতারকা ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে জিতলেন।

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে শেষ সাতটি ম্যাচে ছয়টিতেই হেরেছিলেন নাদাল। তবে মেলবোর্ন পার্কে কোর্টে নামার পর পরিচিত ছন্দেই দেখা গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে। প্রথম সেট ৭-৫ ব্যবধানে জিতে এগিয়ে যান রাফা। দ্বিতীয় সেটে অবশ্য দর্শকদের চমকে দিয়ে সমতা ফিরে পান ব্রিটেনের তরুণ প্রতিভা জ্যাক। তৃতীয় এবং চতুর্থ সেটে জ্যাককে দাঁড়াতে দেননি অভিজ্ঞ স্প্যানিশয়ার্ড। ৬-৪ এবং ৬-১ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন রাফা। দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।

এই ম্যাচের মাঝে মেলবোর্ন পার্কে অবশ্য ঘটে যায় এক মজাদার ঘটনা। এদিন নিজের প্রিয় র‌্যাকেট ছাড়াই খেলতে হয় নাদালকে। কারণ, বিরতির সময় এক খুদে বল বয় ভুলবশত রাফার র‌্যাকেটটি রিপেয়ারিংয়ের জন্য তুলে নিয়ে যায়। ম্যাচ শুরুর আগে ব্যাগের মধ্যে প্রিয় র‌্যাকেটটি খুঁজতে থাকেন স্প্যানিশ মহাতারকা। পরে যখন জানতে পারেন বল বয় র‌্যাকেটটি নিয়ে চলে গিয়েছে, হতভম্ব হয়ে যান নাদাল। প্রায় কাঁদো কাঁদো মুখ করে চেয়ার আম্পায়ারের কাছে নালিশ জানাতে দৌড়ে যান তিনি।

নাদাল চেয়ার আম্পায়ারকে গিয়ে বলেন, "বল বয় আমার র‌্যাকেটটি নিয়ে চলে গিয়েছে। ওটা ফেরত চাই। ড্যাম্পেনার সহ সবকিছুই ফেরত চাই।" মজাদার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in