Australian Open: বিশ্বের ২৭ নম্বর তারকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ২য় রাউন্ডে ভারতের সুমিত নাগাল

People's Reporter: অ্যালেক্স মোলকানকে কোয়ালিফাইং রাউন্ডে পরাস্ত করে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র আদায় করেছিলেন সুমিত। এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত।
ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল
ভারতীয় টেনিস তারকা সুমিত নাগালফাইল ছবি - সুমিত নাগালের এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ বিভাগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। মঙ্গলবার তিনি বিশ্বের ২৭ নম্বর স্থানাধিকারী কাজাকিস্তানের আলেক্সান্দার বুব্লিককে পরাস্ত করেন। বিশ্বের ১৩৯ তম স্থানাধিকারী সুমিত এদিন আলেক্সান্দারকে ৬-৪, ৬-২ ও ৭-৬ (৭-৫) সেটে পরাস্ত করেন। ম্যাচ চলে ২ ঘণ্টা ৩৮ মিনিট।

এদিনের প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয়লাভ করেন সুমিত। প্রথম সেট শেষ হতে সময় নেয় ৪২ মিনিট। এই সেটে দু’বার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন সুমিত। দ্বিতীয় সেটের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে ৪৩ মিনিটে ৬-২ ব্যবধানে সেট জিতে নেন সুমিত। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকার পর্যন্ত। যে সেটে ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন 

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার সাথে সাথেই এদিন ইতিহাস রচনা করেন ২৬ বছর বয়সী ভারতীয় টেনিস তারকা। এর আগে ১৯৮৯ সালে রমেশ কৃষ্ণান ম্যাটস ভিলান্ডারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। বিগত ৩৫ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে কোনও বাছাই খেলোয়াড়কে পরাজিত করলেন।

গত সপ্তাহেই স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে কোয়ালিফাইং রাউন্ডে পরাস্ত করে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন সুমিত। এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত। এর আগে ২০২০ সালের ইউ এস ওপেনে তিনি দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন।

ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল
Gujarat Titans: কলকাতাকে অনুসরণ গুজরাটের! এবার ফুটবল প্রতিভা তুলে আনতে উদ্যোগী টাইটান্স
ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল
Sachin Tendulkar: ভাইরাল শচীনের ডিপফেক ভিডিও! দ্রুত পদক্ষেপের আর্জি তারকা ক্রিকেটারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in