ইতিহাসের দোরগোড়ায় স্প্যানিশ লিজেন্ড রাফায়েল নাদাল। রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচকে পেছনে ফেলে রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের থেকে এক ম্যাচ দূরে রয়েছেন তিনি। শুক্রবার রড লেভার এরেনাতে ইতালিয়ান টেনিস তারকা মাত্তেও বেরেত্তিনিকে ৩-১ সেটে হারিয়ে বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছালেন 'স্প্যানিশ বুল'।
২ ঘন্টা ৫৬ মিনিটের লড়াইয়ে দাপট দেখিয়েই বিশ্বের সাত নম্বর তারকা ইতালিয়ান বেরেত্তিনিকে হারালেন পাঁচ নম্বর নাদাল। প্রথম দুই সেটে জয় বজায় রাখার পর তৃতীয় সেটে হারলেও, চতুর্থ সেট নিজের নামে করে ফাইনালে প্রবেশ করেন রাফা। ম্যাচের ফলাফল স্প্যানিয়ার্ডের পক্ষে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩।
ষষ্ঠ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানো নাদাল আগামী রবিবার ২১ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের জন্য নামবেন। শুক্রবার অন্য সেমিফাইনালে নেমেছেন রাশিয়ান তারকা মেদভেদেভ এবং গ্রীক তারকা সিতিসিপাস। দুই বনাম চারের লড়াইয়ে যিনি জিতবেন তিনি ফাইনালে মুখোমুখি হবেন রাফায়েল নাদালের।
বেরেত্তিনিকে হারানোর পর ফাইনালের জন্য আত্মবিশ্বাস অনেকটাই জমিয়েছেন স্প্যানিশ কিংবদন্তী। অস্ট্রেলিয়ান ওপেন ট্যুইট করে নাদালের উদ্দেশ্যে লিখেছেন 'ভামোস'(এগিয়ে যাও)। সমর্থকরা বলছেন, এগিয়ে যাও, সঙ্গে আছি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন