উত্তরাখণ্ডের গড়ওয়াল হিমালয়ে ভয়াবহ তুষারধস - মৃত্যু ভারতের ২য় এভারেস্ট জয়ী সবিতা কাঁসওয়ালের

সবিতা ভারতের ২য় এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী। যাঁর মৃত্যু হল হিমালয়ের দুর্ঘটনায়। এর আগে ২০১৪ সালের মে মাসে কাঞ্চনজঙ্ঘা জয়ের পর ইয়াংপুং কাং শৃঙ্গে আরোহণ করতে গিয়ে মৃত্যু হয় বাংলার মেয়ে ছন্দা গায়েনের।
সবিতা কাঁসওয়াল
সবিতা কাঁসওয়ালছবি সৌজন্যে - পেজ ওয়ান এশিয়া
Published on

ছন্দা গায়েনের পর এবার সবিতা। উত্তরাখণ্ডের গড়ওয়াল হিমালয়ে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে মঙ্গলবার ফের প্রাণ হারালেন বেশ কয়েকজন পর্বতারোহী। তাঁদের মধ্যে বুধবার দুপুর পর্যন্ত চার জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের বাসিন্দা এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়াল। তাঁরা সকলেই 'দ্রৌপদী কা ডান্ডা-২' অভিযানের লক্ষ্যে পর্বতারোহণ করেছিলেন।

মাত্র ২৬ বছর বয়সী সবিতা পেশায় ছিলেন উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র 'নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং (নিম)'-র প্রশিক্ষক। 'দ্রৌপদী কা ডান্ডা-২' অভিযানের জন্য 'নিম'-র মোট ৪১ জনের একটি দল রওনা দিয়েছিল। সেখানে ছিলেন সবিতা সহ মোট ১০ জন প্রশিক্ষক। সবিতার সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন নেহেরু ইন্সটিটিউটের আরও এক প্রশিক্ষক নাউমি।

গাড়ওয়াল হিমালয়ের অন্তর্গত 'দ্রৌপদী কা ডান্ডা-২' পর্বতশৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। অঞ্চলটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। পর্বতারোহণ বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের ঢালে জমতে থাকা বরফের স্তূপ হঠাৎ ধসে পড়ায় প্রাণহানি হয়েছে সবিতা সহ অন্যান্যদের।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে আট হাজার মিটার উচ্চতাসম্পন্ন দুটি পর্বতশৃঙ্গ জয় করেছিলেন সবিতা। প্রথমটি ছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যার উচ্চতা ৮,৮৪৮ মিটার। দ্বিতীয়টি হল মাকালু, ৮,৪৬৩ মিটার।

এভারেস্ট এবং মাকালু জয়ের পর তিনি 'নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং (নিম)'-এ স্থায়ী প্রশিক্ষকের চাকরিতে যোগ দেন। এরপর সেখান থেকেই ২০১৩ সালে পর্বতারোহণের ‘বেসিক’ এবং ‘অ্যাডভান্স’ কোর্স করেছিলেন সবিতা। ২০১৮ সাল থেকেই তিনি ওই সংস্থায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, ৪১ জনের মধ্যে ছিলেন বাংলার তিনজন। তাঁরা সহ মোট ২৫ জন শিক্ষার্থীরা নিখোঁজ। তবে, বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা আরও ৬টি দেহের সন্ধান পেয়েছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া এবং দুর্গমতার কারণে এখনও পর্যন্ত সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি।

ইন্সটিটিউট সূত্রের খবর, ডোকরানি বামক হিমবাহের কাছে একটি শিবির তৈরী করেছিলেন ৪১ জন পর্বতারোহীর দল। পাহাড় থেকে ধসে পড়া বরফের নীচে যেটি চাপা পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং এনডিআরএফ। তৎক্ষণাৎ মোট ১২ জনকে উদ্ধার করে বায়ুসেনার কপ্টারে তাঁদের দেরাদুন আনা হয়।

উল্লেখ্য, সবিতা হলেন ভারতের দ্বিতীয় এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী। যাঁর মৃত্যু হল হিমালয়ের দুর্ঘটনায়। এর আগে ২০১৪ সালের মে মাসে কাঞ্চনজঙ্ঘা জয়ের পর ইয়াংপুং কাং শৃঙ্গে আরোহণ করতে গিয়ে মৃত্যু হয় বাংলার মেয়ে ছন্দা গায়েনের। আজ পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

সবিতা কাঁসওয়াল
'সমস্যা সমাজের অঙ্গ, সব সমাধান আদালতে হয় না’: জনসংখ্যা নিয়ন্ত্রণে PIL নিয়ে মত সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in