জমে উঠেছে বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬২ রানে। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের চরম ব্যর্থতার দিনে ভারতকে লড়াইয়ে রাখলেন অক্ষর প্যাটেল। ১১৫ বলে ৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন তিনি।
শুক্রবার শামি-অশ্বিন-জাদেজার দাপটে ২৬৩ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া। তবে শনিবার নাথান লিওনের ঘূর্ণিতে আরও শোচনীয় পরিস্থিতি তৈরি হয় ভারতের। ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে দেওয়ালে একেবারে পিঠ ঠেকে যাওয়া ভারতকে টেনে তুললেন অশ্বিন-অক্ষর জুটি। ১৭৭ বলে ১১৪ রানের মহামূল্যবান ইনিংস খেললেন তাঁরা।
লোকেশ রাহুল (১৭), রোহিত শর্মা (৩২), চেতেশ্বর পূজারা (০), শ্রেয়স আইয়ারকে (৪) দ্রুত ফিরিয়ে শনিবার টিম ইন্ডিয়াকে বিব্রত করে তোলেন নাথান লিওন। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ম্যাচের হাল ধরার চেষ্টায় ছিলেন বিরাট কোহলি। তবে জাদেজা (২৬) টড মুরফির শিকার হয়ে ফিরে যাওয়ার অল্প সময় বাদেই সাজঘরে ফেরেন বিরাট (৪৪)। বিরাটকে ফেরান ম্যাথু কুহেমান।
শ্রীকর ভারত বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১২ বলে ৬ করে লিওনের পঞ্চম শিকার হন তিনি। এরপর কোণঠাসা ভারতের হাল ধরেন অশ্বিন-অক্ষর জুটি। তাঁদের হাত ধরেই ২৫০ রানের গন্ডি অতিক্রম করে ভারত। তবে অস্ট্রেলিয়ার থেকে ১ রান পিছিয়ে থেকেই ইনিংস শেষ হয় রোহিত শর্মাদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন