এশিয়ান গেমসে চীনের মাটিতে ইতিহাস তৈরি করলো দুই বাঙালি। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতলেন সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি। সেমিফাইনালে উত্তর কোরিয়ার কাছে পরাজিত হয়েছেন তাঁরা।
সোমবার তিনটি ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করেছে ভারত। টেবিল টেনিসে পদক আগেই নিশ্চিত করে ফেরেছিলেন দুই বঙ্গ তনয়া। তবে সেটা ব্রোঞ্জ হবে নাকি ফাইনালে উঠে রুপো বা সোনা জয় তা নিশ্চিত ছিল না। আজ কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামে ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক অর্জন করলেন সুতীর্থা এবং ঐহিকা।
প্রথম গেমেই কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে ১১-৭ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় গেমে ফেরত আসে উত্তর কোরিয়া। তারা গেম জেতে ১১-৮ পয়েন্টে। তৃতীয় গেম ১১-৭ ব্যবধানে জিতে ২-১-র লিড নেয় ভারত। চতুর্থ গেমে ফের জয় পায় উত্তর কোরিয়া। ভারতীয় জুটিকে ১১-৮ পয়েন্টে হারায় কোরিয়ানরা। ১১-৯ ব্যবধানে পঞ্চম গেম জিতে ৩-২-র লিড নেয় উত্তর কোরিয়া। ষষ্ঠ গেম ১১-৬ পয়েন্টে জেতে ভারত। কিন্তু পরের গেমে লিড নিয়ে নেয় উত্তর কোরিয়া। ফলে ৪-৩ ব্যবধানে সেমিতে জিতে ফাইনালে গেল উত্তর কোরিয়ার জুটি।
প্রসঙ্গত, শনিবার মহিলাদের টেবিল টেনিসের ডবলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল চীন ও ভারত। চীনের জুটিকে ৩-১ গেমে হারিয়েছিলেন সুতীর্থা এবং ঐহিকা। চীনের ওই জুটি বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তাদের হারানোয় বাড়তি অক্সিজেন যুগিয়েছিল ভারতীয় শিবিরে। অনেকেই ভেবেছিলেন এই দুই বাঙালি কন্যা ফাইনালে উঠবেন কিন্তু তা হলো না।
আবার, পুরুষদের রোলার স্কেটিং (স্পিড স্কেটিং ৩০০০মিটার রিলে রেস)-এ ব্রোঞ্জ জিতেছেন ভারতের আরিয়ানপাল, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত এবং বিক্রম ইনগালে। ওই একই ইভেন্টের মহিলাদের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আরতী কস্তুরী রাজ, সঞ্জনা, কার্তিকা এবং হীরাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত জিতেছে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথমে আছে চীন। তারা সোনা পেয়েছে ১৩৯টি, রুপো ৭৩টি এবং ব্রোঞ্জ ৩৯টি। দ্বিতীয় স্থানে আছে জাপান। ৩০টি সোনা, ৪৩টি রুপো এবং ৪৩টি ব্রোঞ্জ পেয়েছে তারা। ৩০টি সোনা, ৩৮টি রুপো এবং ৬০টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোরিয়া রিপাবলিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন