আমলাকে পেছনে ফেলে বড় রেকর্ড গড়লেন বাবর আজম, প্রথমবার ODI র‍্যাঙ্কিং-র শীর্ষে পাকিস্তান

২০০৫ সালে প্রথম আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে দলগত র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এই প্রথমবার ওডিআইতে শীর্ষস্থান দখল করলো পাকিস্তান। এর আগে তাদের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল তৃতীয়।
বাবর আজম , হাসিম আমলা
বাবর আজম , হাসিম আমলাফাইল চিত্র
Published on

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন বাবর আজমরা। করাচিতে চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারায় পাকিস্তান। এই জয়ের পরেই প্রথমবার আইসিসির ওডিআই র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলো পাকিস্তান। পেছনে ফেললো অস্ট্রেলিয়া এবং ভারতকে। একইদিনে বড় নজির গড়লেন পাক অধিনায়ক বাবর আজমও। হাসিম আমলাকে পেছনে ফেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

২০০৫ সালে প্রথম আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে দলগত র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এই প্রথমবার ওডিআইতে শীর্ষস্থান দখল করলো পাকিস্তান। এর আগে তাদের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল তৃতীয়। ২০১৮ সালের জানুয়ারিতে এবং ২০২২ সালের জুনে এই স্থান দখল করেছিল পাক দল। এবার তারা দখল করলো সিংহাসন। এই মুহূর্তে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৩। ভারত ও অস্ট্রেলিয়ারও সমান রেটিং পয়েন্ট। তবে ভগ্নাংশের বিচারে এগিয়ে রয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ডকে চতুর্থ একদিনের ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে পাকিস্তান। এই ম্যাচে ১১৭ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি একদিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ৯৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগেই এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তিনি ১০১ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন ভিভ রিচার্ডস এবং বিরাট কোহলি। ১১৪ ইনিংসে পাঁচ হাজার রান করেন এই দুই ক্রিকেটার। ১১৫ ইনিংসে পাঁচ হাজার রান করেন ডেভিড ওয়ার্নার।

পাশাপাশি এদিন একদিনের ক্রিকেটে দ্রুততম ১৮ সেঞ্চুরির মালিকও হলেন বাবর। পেছনে ফেললেন সেই হাশিম আমলাকেই। আমলা ১০২ ইনিংসে ১৮ সেঞ্চুরি করেছিলেন। বাবর ৯৭ ইনিংসেই এই রেকর্ড গড়লেন।

বাবর আজম , হাসিম আমলা
Madrid Open : ম্যাথু এবডেনকে সঙ্গী করে মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in