ভারতের কাছে হারের পরেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি বাবরের অধিনায়কত্ব ছাড়ার দাবি করেছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক। আবার শোয়েবের দাবি ঠিক নয় বয়লে জানান মহম্মদ ইউসুফ।
বাবরকে নিয়ে দুই ভাগে বিভক্ত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ব্যাটে রান পেলেও ম্যাচ জিততে পারেননি। তারপরি শোয়েব মালিক বলেন, বাবর একসাথে দুটো চাপ সামলাতে পারছে না। অধিনায়ক হলে বাড়তি দায়িত্ব থাকে। অধিনায়ক পদ থেকে ওকে সরিয়ে দিলে ব্যাটিং-এ আরও উন্নতি করবে। আমার মনে হয় বাবরের বদলে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক।
শোয়েব মালিকের এই বক্তব্য অবশ্য সমর্থন করেননি মহম্মদ ইউসুফ। তিনি বলেন, "বিশ্বকাপ চলাকালীন শোয়েবের এই মন্তব্য করা উচিত হয়নি। কারণ ১৯৮৩, ১৯৮৭ এবং ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইমরান খান। কিন্তু তিনি ১৯৯২ বিশ্বকাপ জিতেছিলেন। তাই সকলেই সময় দেওয়া উচিত"।
তিনি আরও বলেন, "বাবর অধিনায়ক হয়েছে কারণ তার যোগ্যতা রয়েছে। তাই তার দিকে আঙুল তোলার আগে একটু ভেবে দেখা দরকার রয়েছে। তাও ভারতের কাছে হারার পর এইসব মন্তব্য উড়ে আসছে। একেই সে হাইভোল্টেজ ম্যাচ হেরে চাপের মধ্যে রয়েছে। আমাদের সকলের উচিত বাবরের পাশে থাকা। তাকে সমর্থন জানানো"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন