Badminton: অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের শেষ আটে পি ভি সিন্ধু

প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনকে কার্যত পাত্তাই না দিয়ে শেষ আটে প্রবেশ করলেন তিনি। অন্যদিকে ভারতের কনিষ্ঠতম শাটলার হিসেবে পুরুষদের সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্য সেন।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুইয়োনেক্স অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সুইজারল্যান্ড ওপেন হাতছাড়া করলেও অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে দুরন্ত ছন্দে রয়েছেন পি ভি সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনকে কার্যত পাত্তাই না দিয়ে শেষ আটে প্রবেশ করলেন তিনি। অন্যদিকে ভারতের কনিষ্ঠতম শাটলার হিসেবে পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্য সেনও।

প্রথম রাউন্ডে টুর্নামেন্টের পঞ্চম বাছাই সিন্ধু মালয়েশিয়ার অবাছাই চে-সু-ইয়াকে হারান ২১-১১,২১-১৭ সেটে। এরপর দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে মাত্র ২৫ মিনিটেই ২১-৮, ২১-৮ ফলে জিতে কোয়ার্টারে পৌঁছান তিনি। পরের রাউন্ডে হায়দরাবাদি শাটলারের প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি।

পুরুষদের সিঙ্গেলসে ভারতের কনিষ্ঠতম শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টারে প্রবেশ করলেন লক্ষ্য সেন। মাত্র ১৯ বছর বয়সেই কেরিয়ারের প্রথম ১০০০ ব্যাডমিন্টন ইভেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালে ফরাসী অবাছাই থমাস রক্সেলকে এদিন ২১-১৮, ২১-১৭ ফলে হারান উত্তরাখন্ডের এই শাটলার।

তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন সাই প্রণীত, এইচ এস প্রণয়। দ্বিতীয় বাছাই ডেনমার্কের ভিক্টোর আক্সেলসেনেরে কাছে হারতে হয় প্রণীতকে এবং প্রণয় হারেন কেন্তো মোমোতার কাছে।

সিঙ্গেলসে সিন্ধু, লক্ষ্যের মতো ডবলসে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন অশ্বিনী পোনাপ্পা এবং সিক্কি রেড্ডি জুটি। বুলগেরিয়ার গ্যাব্রিয়েলা স্তোয়েভা-স্তেফানি স্তোয়েভা জুটিকে ২১-১৭, ২১-১০ ফলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে এই ভারতীয় জুটি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in