রাজারহাট নিউটাউনের কাছে অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই স্কুলের ভিপি অ্যাকাডেমিক্স ড: পারমিতা মিশ্র ও স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ারের ভিপি হর্স গুপ্তা।
রবিবার সকালে প্রথমে অর্কিড স্কুলের ছাত্রদের ফুটবল প্রশিক্ষণ দেন বাইচুং। পরে নিজেও খেলায় অংশ নেন। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ভবিষ্যতে ফুটবলের উন্নতি প্রকল্পে এই অর্কিড স্কুল অবদান রাখবে। এখান থেকেও অনেক ভালো ভালো ফুটবলার উঠে আসবে।"
ওই স্কুলের ভিপি অ্যাকাডেমিক্স ড: পারমিতা মিশ্র জানান, "আমাদের স্কুলে ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞ কোচ ও ক্রীড়াবিদদের দিয়ে ক্রীড়া প্রশিক্ষণের সুবিধা প্রদান করা হয়। এই ফুটবল প্রশিক্ষণ শিবির চলবে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। খেলার টেকনিক্যাল কৌশল, আচরণবিধি শেখানো হবে যাতে তারা আগামীদিনে বাংলা তথা ভারতবর্ষের বুকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল।"
অভিভাবকরাও এই প্রশিক্ষণ শিবির নিয়ে খুশি হয়েছেন। তাঁরাও স্কুল কর্তৃপক্ষ ও তারকা ফুটবলারকে ধন্যবাদ জানিয়েছেন। অভিভাবকদের অভিমত, বাচ্চারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও উন্নতি করুক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন