সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিঙের দল 'সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট' (SDF)-এ যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া। বৃহস্পতিবারই চামলিঙের উপস্থিতিতেই যোগ দেন বাইচুং।
আজ দক্ষিণ সিকিমের রাবাংলায় একটি জনসভা ছিল এসডিএফ-র। ওই জনসভাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত থেকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের পতাকা তুলে নিলেন বাইচুং। গতকালই এই গুঞ্জন শোনা গিয়েছিল যে বাইচুং নতুন দলে যোগদান করতে চলেছেন।
নিজের রাজনৈতিক জীবন শুরু করেন তৃণমূলের হয়ে। পরে নিজের দল 'হামরো সিকিম' গঠন করেন। এবার সেই দল নিয়েই নতুন দলে যোগ দিলেন তিনি। অর্থাৎ তাঁর সাথে তাঁর 'হামরো সিকিম' দলের সকল সদস্য 'সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট' (SDF)-এ যোগ দিয়েছেন।
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সভাপতি ডিবি থাপা জানিয়েছিলেন, বাইচুং-র সাথে একাধিকবার বৈঠক হয়েছে। আমাদের দলে উনি যোগ দিলে অবশ্যই দলের ভালো হবে। রাজনৈতিকভাবে আমরা আরও শক্তিশালী হবো। আগামীদিনে দলের মুখ হবেন বাইচুং।
উল্লেখ্য, সিকিমের গত বিধানসভা নির্বাচনেই পবন চামলিঙের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে দেখা গিয়েছিল বাইচুংকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং বাজিমাত করে সিকিম ক্রান্তিকারী মোর্চা। তারপর থেকেই ক্রমশ দূরত্ব কমতে থাকে পবন চামলিঙ এবং বাইচুং-র।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন