'বিশ্ব ফুটবলে হয়, কলকাতা ফুটবলেও হতো' - জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং

People's Reporter: বাইচুং জানান, এটা নতুন নয়। বিশ্ব ফুটবলেও এই জিনিস হয়।ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কোলারি এই ধরনের জিনিস অনেকবার করেছেন।
জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং
জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুংছবি - সংগৃহীত
Published on

বড়সড় বিতর্কের মুখে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। গত বছর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কম্বোডিয়া, আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে খেলেছিল ভারতীয় দল। এই তিন ম্যাচ ছাড়াও জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলেছিলেন সুনীল ছেত্রী’রা। ওই চার ম্যাচের জন্য প্রথম একাদশ বাছতে এক জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন স্টিমাচ। তবে এই ইস্যুতে ভারতীয় কোচের পাশেই দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

এক সাক্ষাৎকারে বাইচুং জানান, এটা নতুন নয়। বিশ্ব ফুটবলেও এই জিনিস হয়।ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কোলারি এই ধরনের জিনিস অনেকবার করেছেন। স্কোলারি দল তৈরি করতেন জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে। বিশ্বের অনেক বিখ্যাত কোচ বিশেষ করে আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের কোচরা এই বিশ্বাসটা মেনে চলেন।

তিনি আরও বলেন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো এগুলো অনুসরণ করে। ওরা জ্যোতিষ বিদ্যায় বিশ্বাস করে। আর আফ্রিকার ফুটবলে একটা জিনিস আছে, যার নাম হুডো। ম্যাচের আগে অনেকে এটা অনুসরণ করেন। কলকাতার ফুটবলেও আগে এই জিনিস চলতো। সেখানে অন্ধবিশ্বাসকে মেনে চলা হতো। কোচ খালিদ জামিল এবং কোচ সুভাষ ভৌমিক বিপক্ষের গোলপোস্টে একটা করে ফুল রেখে দিতেন। এটায় অন্যায় কিছু নেই।'

জ্যোতিষী বিতর্কে মুখ খুলেছেন সুনীলদের হেড কোচও। তিনি বলেন, 'আমাকে বলা হয়েছিল দলের উন্নতির জন্য ভূপেশের সাথে আলোচনা করতে। আমি একজন বিদেশি সহকারী কোচ চেয়েছিলাম কিন্তু পাইনি। আসলে ভারতীয় ফুটবলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেই কারণেই আমাকে নিশানা করছে অনেকেই। কোনও মন্তব্য করার আগে সকলের উচিত দ্বিতীয়বার ভেবে দেখা'।

জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং
সহকারী কোচ চেয়েছিলাম, কর্তারা দিলেন জ্যোতিষীর পরামর্শ - বিতর্কের মাঝে মুখ খুললেন স্টিমাচ!
জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং
CFL: কলকাতা লিগের মিনি ডার্বি কবে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in