প্রকাশিত হয়ে গেল ২০২৪ ব্যালন ডি'অর খেতাব ও অন্যান্য বিভাগের জয়ীদের তালিকা। প্রত্যাশা মতো উদীয়মান তারকা হিসেবে জেতেন লামিনে ইয়ামাল। কার্যত স্প্যানিশ ফুটবলের জয়জয়কার হয়েছে এই বছর।
সেরা পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জেতেন রদ্রি। মহিলাদের মধ্যে সেরার সেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই প্রথম ১০ জন প্লেয়ারের মধ্য থেকে সেরার সেরা নির্বাচিত হয়।
উদীয়মান তারকা হিসেবে 'কোপা ট্রফি' জেতেন লামিনে ইয়ামাল। স্পেনের ইউরো কাপ জেতার পিছনে অন্যতম ভূমিকা ছিল ইয়ামালের। এছাড়া বার্সার হয়ে দুরন্ত ফুটবলও খেলেছেন ইয়ামাল। ৫ জনের মধ্যে তিনি খেতাব জয় করেছেন। ২০২৩ সালে উদীয়মান তারকা হিসেবে জুড বেলিংহাম 'কোপা ট্রফি' চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২২ সালে স্পেনের গাভি এবং ২০২১ সালে পেদ্রি উদীয়মান তারকা নির্বাচিত হয়েছিলেন।
পুরুষদের মধ্যে সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। মহিলা ক্লাব হিসেবে সেরার খেতাব জিতেছে বার্সেলোনা। ২০২৩ সালেও সেরা মহিলা ক্লাব হিসেবে পুরস্কৃত হয়েছিল বার্সা। গত বছর সেরা পুরুষ ক্লাব হিসেবে জয়ী হয় ম্যানচেস্টার সিটি।
পুরুষদের মধ্যে সেরা কোচের পুরস্কার জিতেছেন কার্লো আন্সেলোত্তি এবং মহিলাদের মধ্যে সেরা কোচ হয়েছেন এমা হায়েস।
এছাড়া সেরা গোলকিপারের খেতাব জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। গত বছরেও সেরা গোলকিপারের খেতাব জিতেছিলেন তিনি। ২০২২ সালে সেরা গোলরক্ষক হন কোর্তোয়া। ২০২১ সালে এই পুরস্কার পান ডনারুমা।
সেরা স্ট্রাইকার খেতাব জেতেন দু'জন। হ্যারি কেন এবং কিলিয়ান এমবাপে। ২০২৩ সালে সেরা স্ট্রাইকার হন হালান্ড। ২০২১ এবং ২০২২ সালে সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছিলেন রবার্ট লেভনডস্কি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন