ENG vs BAN: টি-টোয়েন্টিতে প্রথমবার ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

এই ম্যাচের আগে মাত্র একবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ড বনাম বাংলাদেশ
ইংল্যান্ড বনাম বাংলাদেশছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

বিশ্বকাপ জয়ের পর আজ প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। চট্টগ্রামে বিশ্বজয়ী ব্রিটিশদের হারিয়ে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। পাশাপাশি, ইংল্যান্ডকে হারিয়ে ৫০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের মাইলফলকও স্পর্শ করলো টাইগার্সরা।

এই ম্যাচের আগে মাত্র একবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে এবার যেন তারই মধুর প্রতিশোধ নিলেন সাকিব আল হাসানরা। টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ৬ উইকেটে ১৫৬ রানেই বেঁধে ফেলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

প্রথম দফায় ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতে সল্ট ও বাটলার ৮০ রানের পার্টনারশিপ গড়েন। সল্ট ৩৮ রান করে ফিরে যাওয়ার পরেই ছন্দপতন ঘটে। বাটলার দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ হন। ৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪২ বলে ৬৭ রান করেন বাটলার।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে আলো ছড়ালেন নাজমুল হাসান শান্তো। মাত্র ৩০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে এগিয়ে দেন জয়ের দোরগোড়ায়। শান্তো ফিরে যাওয়ার পর সাকিব আল হাসানের ২৪ বলে ৩৪* রান এবং আফিফ হোসেনের ১৩ বলে ১৫* রানের সৌজন্যে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

ইংল্যান্ড বনাম বাংলাদেশ
IND vs AUS: খোয়াজার দুর্দান্ত সেঞ্চুরি, আমেদাবাদে প্রথম দিন সফল অস্ট্রেলিয়ার
ইংল্যান্ড বনাম বাংলাদেশ
‘আমাদের হারানো কঠিন’ - ATK মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই হুঙ্কার হায়দরাবাদ কোচের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in