আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফর্ম্যাটেই সিরিজ জিতলো বাংলাদেশ। ওডিআই সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে টাইগার্সরা। এরপর একটি মাত্র টেস্ট ম্যাচও নিজেদের নামে করে নিয়েছে সাকিব বাহিনী।
আইরিশদের বিপক্ষে টেস্টে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আইরিশরা থামে ২৯২ রানে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে টেস্ট জিতে নেয় টাইগার্সরা।
এই ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আয়ারল্যান্ড। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি জোড়েন লরকান টাকার। যা দেখে কিছুটা হলেও চাপে পড়ে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামদের দাপটে বেশি লীড সংগ্রহ করতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন তামিম (৩১) এবং লিটন (২৩)। লিটন ফিরে যাওয়ার পর নাজমুল হাসান শান্তো মাত্র ৪ রান করে ফিরে যায়। তবে এরপর আর কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। মুশফিকুর রহিমের(৫১*) ঝোড়ো অর্ধশতরান এবং মমিনুল হকের (২০) ইনিংসে জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১২৬ রানের মহামূল্যবান ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন