১৪৯ রানেই শেষে বাংলাদেশের প্রথম ইনিংস। এই মুহূর্তে ৩০৭ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন রোহিত শর্মা।
ভারতের প্রথম টেস্টের প্রথম দিন ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯ রানে শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ভারত। ১০ উইকেটের বিনিময়ে ৩৭৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে। শাকিব এবং লিটন দাসের পার্টনারশিপে ফের খেলায় ফেরে বাংলাদেশ। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ১৪৯ রানের মধ্যেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় ইনিংস আক্রমণাত্মক ভাবে শুরু করেন যশস্বী জয়সওয়াল। তবে ৯ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় যশস্বীকে। ৭ বলে ৫ রান করে আউট হন রোহিত শর্মা এবং ১৭ রান করে ফিরে যান বিরাট। বর্তমানে ব্যাট করছেন শুবমন গিল এবং ঋষভ পন্থ। গিল ও পন্থ যথাক্রমে ৩৩ এবং ১১ রানে অপরাজিত রয়েছেন। ২২ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৮০ রানে রয়েছে টিম ইন্ডিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন