পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের শেষ চারে ওঠার আশা শেষ বাংলাদেশের। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান পাক ম্যাচ জিততে চেয়েছিলেন। কিন্তু সেটা হলো না। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাক ম্যাচের আগে সাকিব জানিয়েছিলেন, 'সবক'টা ম্যাচ জিততে হবে আমাদের। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকবো। কোনও দলকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেটিং করতে চাই না। আমরাই দলের পরিস্থিতি ঠিক করতে পারি। দলের ক্রিকেটাররা নিজেরাই নিজেদের ফর্মে ফেরাতে পারে। দলের সকলে সবাইকে মোটিভেট করছে। এটা দলগত খেলা ঠিকই, কিন্তু ব্যাক্তিগত ভাবে ক্রিকেটাররা ফর্মে ফিরলেই সাফল্য আসবে'।
তবে পাকিস্তান ম্যাচ হেরে রীতিমতো ভেঙে পড়েছেন সাকিব। তিনি বলেন, "আমরা ভালো খেলতে পারিনি। ইডেনের উইকেট ভালো থাকা সত্ত্বেও পর পর উইকেট হারালাম। যার ফলে বোলাররাও চাপে পড়ে গিয়েছিল"। নিজের অনেক পরে ব্যাটিং করতে নামা নিয়েও মুখ খোলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, "এই বিশ্বকাপ আমার সব থেকে খারাপ গেছে। আমি ব্যাটে রান পাচ্ছি না। সেই কারণেই অনেক পরে নেমেছিলাম। ব্যাটে রান এসেছে ঠিকই কিন্তু দলের কোনো কাজে লাগেনি সেটা"।
মঙ্গলবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ১ বলে ২০৪ রানেই শেষে হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৩ বলেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। আব্দুললাহ শাফিক করেন ৬৯ বলে ৬৮ রান। ফকর জামান করেন ৭৪ বলে ৮১ রান। এছাড়া পাকিস্তানের হয়ে রান করেন মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পঞ্চম স্থানে। আর ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন