UEFA Champions League: ভিনির পর হ্যাটট্রিক রাফিনহার! বার্সার কাছে ৪-১ গোলে পরাস্ত বায়ার্ন

People's Reporter: স্পার্টাকে ৫-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেন হালান্ড। লেইপজিগকে ১-০ গোলে পরাস্ত করে লিভারপুল।
রাফিনহা
রাফিনহাছবি - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফেসবুক পেজ
Published on

রাফিনহার হ্যাটট্রিকের জেরে ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে পরাস্ত করল বার্সেলোনা। অন্যদিকে স্পার্টা প্রাহার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ম্যান সিটি।

বুধবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠলেন রাফা। ম্যাচের ১ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। তখনই অনুমান করা গিয়েছিল যে আরও গোল আসতে পারে এই তারকার পা থেকে। গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। ফলস্বরূপ ১৮ মিনিটের মাথায় বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ২৬ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোল করেন রবার্ট লেভনডস্কি। ৪৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করে বায়ার্ন। পুরো মাঠ দাপিয়ে ফুটবল খেললেও আর গোলের দেখা পাননি হ্যারি কেনরা। ৫৬ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

এখনও পর্যন্ত চলতি মরসুমে (২০২৪-২৫) ৪ জন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে রাফিনহা অন্যতম। ১৭ সেপ্টেম্বর জিএনকে ডায়নামোর বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন। ১ অক্টোবর সেলটিকের বিরুদ্ধে ডর্টমুন্ডের করিম আদেয়েমি, মঙ্গলবার মধ্যরাতে ডর্টমুন্ডের বিরুদ্ধে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেন ভিনিসিয়াস জুনিয়র এবং গতকাল মধ্যরাতে বায়ার্নের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন বার্সেলোনার রাফিনহা।

এছাড়া স্পার্টাকে ৫-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেন হালান্ড। লেইপজিগকে ১-০ গোলে পরাস্ত করে লিভারপুল, এলওএসসি-র কাছে ৩-১ ব্যবধানে হারে অ্যাটলেটিকো মাদ্রিদ। বেনফিকা পরাস্ত হয় ৩-১ ব্যবধানে। ইয়ং বয়েজকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান এবং ডায়নামো জাগরেব ২-০ ব্যবধানে পরাজিত করে আরবি স্লাজবার্গকে।

অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে তৃতীয় পর্বের ম্যাচে মোনাকো জয় পেয়েছে ৫-১ গোলে। মিলান ৩- গোলে জয় ছিনিয়ে নিয়েছে। আর্সেনাল জেতে ১-০ গোলে। স্টার্ম গ্র্যাজকে ২-০ গোলে পরাজিত করে স্পোর্টিং। ডর্টমুন্ডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। স্লোভান বার্টিসলাভাকে ২-০ গোলে পরাজিত করে গিরোনা। বোলনগাকে ২-০ গোলে পরাজিত করে অ্যাস্টন ভিলা। স্টাটগার্ট-র কাছে ১-০ গোলে পরাস্ত হয় জুভেন্তাস। এছাড়া পিএসভি-র সাথে ১-১ ব্যবধানে ড্র করে পিএসজি, আটালান্টা ও সেলটিক ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায় এবং ব্রেস্ট ও লেভারকুসেনের ম্যাচ শেষ হয় ১-১ গোলে।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in