স্বপ্ন ভাঙার রাত কাটলো বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের। দ্বিতীয় লেগে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠা হলো না দুই স্প্য্যানিশ ক্লাবের। প্রথম ও দ্বিতীয় লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হারে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো হারে ৫-৪ ব্যবধানে।
প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পিএসজির বিরুদ্ধে দ্বিতীয় লেগ শুরু করেছিল বার্সেলোনা। ঘরের মাঠে প্রথমেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ১২ মিনিটে গোল করেন তিনি। তবে খেলার মধ্যে পরিবর্তন আসে ২৯ মিনিটে রোনাল্ড আরোউজোর লাল কার্ড দেখার পর। দশ জনে হয়ে যায় বার্সা।
৪০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ডেম্বেলে। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে পিএসজি। ৫৪ মিনিটে গোল করেন ভিতিনহা। ৬১ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। ম্যাচের শেষ ৮৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে।
অন্যদিকে, অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিলে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল জার্মান ক্লাবটি। দ্বিতীয় লেগে তারা ৪-২ ব্যবধানে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বুরুসিয়া। ৩৪ মিনিটে গোল করেন জুলিয়ান এবং ৩৯ মিনিটে গোল করেন ইয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে হামেলসের আত্মঘাতী গোলে অ্যাগ্রিগেটে সমতা ফেরায় অ্যাটলেটিকো। ৬৪ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে ৪-২ ব্যবধানে লিড করছিল মাদ্রিদ। কিন্তু ৭১ মিনিট এবং ৭৪ মিনিটে পরপর দু'টি গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় অ্যাটলেটিকো।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে আর্সেনালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ (২-২) এবং অন্য ম্যাচে ম্যান সিটির বিরুদ্ধে খেলবে রিয়েল মাদ্রিদ (৩-৩)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন