ভারতে দীর্ঘ ১৪ বছরের পথ চলা শেষ করতে চলেছে বার্সেলোনা এফসি। ভারতে থাকা মেসির প্রাক্তন ক্লাবের সবক'টি যুব প্রশিক্ষণ কেন্দ্রই (লা মসিয়া) বন্ধের ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ। যা ভারতীয় ফুটবলের জন্য চিন্তার বিষয়।
২০১০ সালে দিল্লি, মুম্বই, পুনে, ব্যাঙ্গালোর, গুরুগ্রাম এবং নয়ডাতে ভারতের তরুণ প্রতিভা তুলে আনার জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল বার্সেলোনা। আগামী ১ জুলাই থেকে সবগুলিই বন্ধ হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলেও ক্লাবের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১০ সালে ভারতে বার্সেলোনার যাত্রা শুরু হয়েছিল। এই সময়কালে হাজার হাজার তরুণ বার্সার স্টাইলে ফুটবল খেলতে শিখেছে। যাঁরা এতদিন ভারতে বার্সেলোনার প্রকল্পের সাথে যুক্ত ছিলেন, সেই সকল খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের অংশ ধন্যবাদ জানাই। আগামী ১ জুলাই থেকে ভারতে আর কাজ করবে না বার্সেলোনার যুব অ্যাকাডেমিগুলি।
বার্সার এই অ্যাকাডেমিগুলির লক্ষ্য হলো ৪-১৭ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে ফুটবল প্রশিক্ষণ দেওয়া। ছোটো থেকেই তাদেরকে খেলার উপযুক্ত পরিবেশ প্রদান করে গড়ে তোলা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন