হোসে র্যামিরেজ ব্যারেটো - যতদিন মোহনবাগান থাকবে এই নামটা সোনার অক্ষরে লেখা থাকবে। এখনও সমর্থকরা তাঁদের 'সবুজ তোতা'কে মিস করেন। আর ব্রাজিলিও ব্যারেটোও মিস করেন মোহনবাগানকে। যদিও ক্লাবের খেলা মিস করেন না।
আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি মোহনবাগান টিম এবং দলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের প্রশংসা করে বলেন, 'হাবাসকে কৃতিত্ব দিতেই হবে। উনি দলের ভোল বদলে দিয়েছেন। ফুটবলে ম্যান ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। ওটার ওপর অনেক কিছু নির্ভর করে। হাবাসের ম্যান ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো। ছন্নছাড়া দলটাকে এক সূত্রে বেঁধেছেন। ওনার প্রশংসা প্রাপ্য'।
আইএসএল জিতলেও কখনও লিগ শিল্ড পায়নি মোহনবাগান। এবার সুবর্ণ সুযোগ রয়েছে। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বাগান। এই প্রসঙ্গে ব্যারেটো বলেন, 'মোহনবাগান যেভাবে এগোচ্ছে, ওদেরই লিগ শিল্ড জেতা উচিত। আমার মনে হয় ওরাই পাবে। দল একটা ছন্দে আছে। ওপরের দিকে উঠছে। এই পরিস্থিতিতে যেকোনও দলকেই হারানো কঠিন। মোহনবাগান একটা মোমেন্টাম পেয়ে গিয়েছে। লিগ পর্বে খুব বেশি ম্যাচ বাকি নেই। এই জায়গা থেকে এবার লিগ শিল্ড না জিতলে অবাক হব'।
ডার্বি নিয়ে ব্যারেটো জানান, 'ডার্বির প্রথমার্ধে তিন গোল। ভাবাই যায় না। দারুণ লাগছিল। আরও বেশি গোল হতে পারত। তবে এটাই ফুটবল'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন