টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। আর সমর্থকরা সমস্ত কৃতিত্ব দিচ্ছেন তাঁদের স্বপ্নের নায়ক ক্লাবের কোচ জাভি আলোনসোকে।
৫ ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা জেতে লেভারকুসেন। ওয়ার্ডার ক্লাবের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতে লিগ খেতাব জেতে আলোনসোর ছেলেরা। এবার সেই ৫-০ ব্যবধানে বোখমকে হারিয়ে ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো লেভারকুসেন। গোল করেন প্যাট্রিক(৪১'), ভিক্টর (৪৫-২'), আডলি (৭৬'), জোসিপ (৮৬') এবং অ্যালেক্স (৯০+৩')।
ম্যাচের প্রথমেই ১৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বোখমের ফেলিক্স। ফলে ম্যাচ আরও সহজ হয়ে যায় লেভারকুসেনের জন্য। আলোনসো বলেন, 'প্রথম ১৫ মিনিট যথেষ্ট লড়াই হচ্ছিল দুই ক্লাবের মধ্যেই। কিন্তু একটা লাল কার্ড পুরো খেলা বদলে দেয়। ম্যাচের ফলাফলে অবশ্যই খুশি। বিশেষ করে প্লেয়াররা যেভাবে খেলছে তা নিয়ে আমি গর্বিত'।
২০২২ সালের ৫ অক্টোবর মাসে বায়ার লেভারকুসেনের কোচ করা হয় জাভি আলোনসোকে। তারপর থেকে স্বপ্নের দৌড়ে রয়েছে জার্মানির এই ক্লাব। একটা সময়ে অবনমনে চলে যাচ্ছিল জার্মানির এই ক্লাব। সেখানে থেকে তুলে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আলোনসো।
বুন্দেশলিগাতে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে লেভারকুসেনের। সেই ম্যাচ জিততে পারলেই নরুন রেকর্ড গড়বে তারা। এর আগে কোনো ক্লাব অপরাজিত থেকে লিগ জেতেনি। ৩৩ টা ম্যাচের মধ্যে ২৭টি জয় এবং ৬টি ড্র করেছে লেভারকুসেন। আগামী ১৮ মে অগসবার্গের সাথে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে আলোনসোর ছেলেরা।
ক্লাবের এই সাফল্যের পেছনে মূল চাবিকাঠি যে আলোনসো তা মেনে নিচ্ছেন সমর্থকরা। কেউ বলেন, আলোনসো আমাদের কাছে ভগবানের মতো। তিনি ম্যাজিশিয়ন। আবার কেউ বলেন, আলোনসোর মতো কোচ পাওয়া সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার। উনি যেমন ভাবে বলছেন ফুটবলাররাও সেই দিকেই চালিত হচ্ছেন।
ক্লাব কেরিয়ারেও সফল জাভি আলোনসো। রিয়েল সোসিয়াদাদ, লিভারপুল, রিয়েল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন তিনি।
ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের হয়ে আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে তাঁর।। স্পেনের অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এছাড়া সিনিয়র দলের হয় ১১৪টি ম্যাচ খেলেছেন আলোনসো। স্পেনের হয়ে ২০০৮, ২০১২ ইউরোকাপ জিতেছিলেন। এমনকি ২০১০ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন আলোনসো। বর্তমানে কোচ হয়েও সাফল্য অর্জন করছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন