আরও একবার চ্যাম্পিয়ন্স লীগ থেকে খালি হাতে ফিরলো প্যারিস সাঁ জার্মেইন। ২০২১ সালে লিওনেল মেসি যোগ দেওয়ার পর একবারও শেষ ষোলোর গন্ডি পেরোতে পারেনি ফরাসি ক্লাবটি। এবারও সেই একই ছবি। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল তারকা খচিত প্যারিসিয়েনরা। মেসি-এমবাপ্পেদের নিষ্প্রভ করে ৩-০ এগ্রিগেটে টানা চতুর্থবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পা রাখলো বাভেরিয়ানরা।
কিংসলে কোম্যানের একমাত্র গোলে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস থেকে প্রথম লেগে জয় নিয়ে ফিরছিলেন টমাস মুলাররা। কিলিয়ান এমবাপ্পেরা অবশ্য তাতে বেশি মাথা ঘামাচ্ছিলেন না। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাসী ছিলেন তাঁরা। তবে বায়ার্নের দূর্গে গিয়ে জয় তুলে নেওয়াটা যে সহজ হবে না তা বেশ ভালো মতোই জানতো ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লীগের মঞ্চে বরাবরই দাপট দেখানো বায়ার্নের সামনে আলিয়াঞ্জ এরিনায় দাঁড়াতেই পারলেন না মেসি-এমবাপ্পেরা।
২-০ গোলে জয়ের এই ম্যাচে বাভেরিয়ানদের হয়ে একটি করে গোল করেছেন চুপো মোটিং এবং সার্জ গ্যানাব্রি। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বসেন বায়ার্ন স্ট্রাইকার চুপো মোটিং। কিন্তু টমাস মুলার অফসাইডে থাকায় সেই গোল বাতিল করে ভিএআর। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৬১ মিনিটে আবার গোল করেন চুপো মোটিং। এবার ১-০ ব্যবধানে এগিয়ে যায় মুলাররা।
ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৮৯ মিনিটের মাথায়। ৮৬ মিনিটে কিংসলে কোম্যানের বদলি হিসেবে নামেন গ্যানাব্রি এবং মুলারের বদলি হিসেবে নামেন জোয়াও ক্যান্সেলো। এই গ্যানাব্রি-ক্যান্সেলোর যুগলবন্দিতেই আসে দ্বিতীয় গোলটি। ক্যান্সেলোর বাড়ানো থ্রু বল চিপ করে পিএসজির জালে জড়িয়ে দেন গ্যানাব্রি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন