ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা BCCI-র, নেই অশ্বিন, চাহাল!

People's Reporter: আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলকেই ৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। সেইমতো ভারতও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারত
১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারতফাইল ছবি
Published on

আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিসিআই। দলে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে করা হয়েছে।

প্রথমেই জানা গিয়েছিল এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে মূলত তাঁরাই বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা পাবেন। গত শনিবারই নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল, শুধু ঘোষণার অপেক্ষায় ছিলেন সকলে। তবে এটাই চূড়ান্ত নয়।

আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলকেই ৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। সেইমতো ভারতও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ফলে আগামীদিনে দলে পরিবর্তন হতেই পারে।

১৫ জনের স্কোয়াডে নেই চাহাল, অশ্বিন এবং সঞ্জু স্যামসন। অথচ এশিয়া কাপের রিজার্ভে রয়েছেন সঞ্জু। সূত্রের খবর কে এল রাহুল, অশ্বিন এবং চাহালের নাম নিয়েও রোহিত, রাহুল দ্রাবিড় এবং জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগারকরের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। অবশেষে রাহুলকে নির্বাচিত করেন তাঁরা। কিন্তু সঞ্জুকে কেন বাদ দেওয়া হলো তার সঠিক উত্তর পাওয়া যায়নি।

ভারতীয় দল -

ব্যাটার - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, এবং ঈশান কিষাণ।

অল রাউন্ডার - হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

বোলার - শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

উল্লেখ্য, ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৮ অক্টোবর। এরপর ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে খেলবে রোহিত ব্রিগেড। ১৪ অক্টোবর রয়েছে পাকিস্তান ম্যাচ। ১৯ অক্টোবর প্রতিপক্ষ বাংলাদেশ। ২২ অক্টোবর বিপক্ষে নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৫ নভেম্বর বিপক্ষে থাকবে দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা।

১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারত
Derby: আক্রান্ত সমর্থকরা - পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in