ODI সিরিজের আগে হার্দিক সহ একাধিক খেলোয়াড়কে ফিটনেস ক্যাম্পে তলব বিসিসিআই-র

ব্যাঙ্গালুরুতে ফিটনেস ক্যাম্পে হার্দিক যোগ দেবেন। তাঁর সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুরও যোগ দেবেন বলে খবর।
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়াছবি - হার্দিক পান্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেল
Published on

বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের পর ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিন ম্যাচের ওডিআই সিরিজে। এই সিরিজ শুরুর আগে হার্দিক পান্ডিয়া সহ সাদা বলের বেশ কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ফিটনেস ক্যাম্পের জন্য ডাকা হয়েছে। ফিটনেস ও দক্ষতা ঠিকঠাক থাকলে তবেই তারা ওডিআই সিরিজে খেলতে পারবেন।

টেস্ট স্কোয়াডের যে সমস্ত সদস্যরা পঞ্চাশ ওভারের ক্রিকেটেও খেলবেন, তাদের তৃতীয় টেস্টের আগে পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে। বাকিরা ব্যাঙ্গালুরুতে প্রশিক্ষণ নেবেন এবং তারা নিয়মিত ফিটনেস রুটিনমধ্য দিয়ে যাবেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই-এর এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ফাস্ট বোলার উমরান মালিক এবং সিনিয়র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল মুম্বইতে ১৭ মার্চ থেকে শুরু হওয়া ওডিআই পর্বের আগে কিছু ভালো নেট অনুশীলনের জন্য ইতিমধ্যেই ব্যাঙ্গালুরুতে রয়েছেন। তারা এনসিএর তত্ত্বাবধানে বোলিং অনুশীলন করার পাশাপাশি তাদের ফিটনেস প্রোগ্রামগুলিও করবে।

১৭ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে প্রথম ওডিআই ম্যাচ। এই ম্যাচে রোহিত শর্মা থাকবেন না। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ব্যাঙ্গালুরুতে ফিটনেস ক্যাম্পে হার্দিক যোগ দেবেন। তাঁর সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুরও যোগ দেবেন বলে খবর।

এই প্রথমবার ভারতকে একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক। এর আগে, তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বেশ কয়েকটি সিরিজে টিম ইন্ডিয়াকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। ১৭ মার্চ প্রথম ওডিআই ম্যাচের পর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ মার্চ সিরিজের শেষ ম্যাচ খেলা হবে চেন্নাইয়ে।

আরও পড়ুন

হার্দিক পান্ডিয়া
UCL: লাইপজিগের কাছে হোঁচট খেলো সিটি, লুকাকুর গোলে পোর্তোকে হারালো ইন্টার মিলান
হার্দিক পান্ডিয়া
ICC Women’s T20 WC 2023: সেমিতে নামার আগেই বড় ধাক্কা ভারতের, অনিশ্চিত অধিনায়ক হরমনপ্রীত!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in