BCCI: রিলায়েন্সের এক সংস্থা সহ দুই সংস্থাকে ২ বছরের জন্য অফিশিয়াল পার্টনার বাছলো বিসিসিআই

People's Reporter: ২০২৪-২৬ সাল পর্যন্ত ভারতের সমস্ত ঘরোয়া ক্রিকেট এবং হোম সিরিজ গুলিতে বিসিসিআই-র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই সংস্থা।
BCCI
BCCIছবি - সংগৃহীত
Published on

আগামী ২ বছরের জন্য বিসিসিআই-র নতুন দুই অফিশিয়াল পার্টনার হলো ক্যাম্পা এবং অ্যাটমবার্গ টেকনোলজিস। ২০২৪-২৬ সাল পর্যন্ত ভারতের সমস্ত ঘরোয়া ক্রিকেট এবং হোম সিরিজগুলিতে বিসিসিআই-র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই সংস্থা।

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যাত আরও ভালো করে ক্রিকেট উপভোগ করতে পারেন সেই লক্ষ্যেই ওই দুই ভারতীয় সংস্থাকে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্যাম্পা সংস্থাটি রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের অধীনে থাকা ঐতিহ্যশালী একটি ব্র্যান্ড।

বিসিসিআই-র তরফে বলা হয়েছে ভারতের মধ্যে দ্রুত উত্থান হওয়া কয়েকটি গৃহস্থালীর বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার মধ্যে অন্যতম হলো অ্যাটমবার্গ। এই কোম্পানিটি মূলত ফ্যান তৈরির জন্য জনপ্রিয়। অ্যাটমবার্গের প্রতিষ্ঠাতা সদস্য অরিন্দম পাল এই চুক্তি নিয়ে বলেন, 'ভারতে ক্রিকেটপ্রেমীর সংখ্যা প্রচুর। সেখানে বিসিসিআই-র সাথে আমরা চুক্তিবদ্ধ হতে পেরে সত্যিই গর্বিত মনে হচ্ছে। আশা করছি আমাদের দায়িত্ব আমরা যোগ্যতার সাথেই পালন করতে পারবো। বিসিসিআই-র মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো'।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, "ভারতের ঘরোয়া ক্রিকেট এবং হোম সিরিজগুলোর জন্য ২০২৪-২০২৬ সাল পর্যন্ত আমাদের অংশীদার হয়েছে ক্যাম্পা এবং অ্যাটমবার্গ টেকনোলজিস। দুই সংস্থাকে আমাদের সহযোগী হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। গোটা দেশের ক্রিকেট ভক্তদের আমরা আরও ভালো ক্রিকেট অভিজ্ঞতা দেওয়ার জন্য দায়বদ্ধ"।

বিসিসিআই সচিব জয় শাহও এই চুক্তি নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলেন, "এটা খুবই ভালো যে ক্যাম্পা এবং অ্যাটমবার্গ টেকনোলজিস আমাদের সাথে চুক্ত করেছে। ক্রিকেটকে স্মরণীয় করার লক্ষ্যেই আমরা এগোচ্ছি। আগামী ২ বছরের জন্য আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। যৌথভাবে ক্রিকেটকে আরও কীভাবে সফল করা যায় সেই দিকেই নজর দেবো আমরা"।

BCCI
Mumbai: এক মাঠে দু'টি ম্যাচ, ব্যাটারের বল লেগে মৃত্যু অন্য ম্যাচের ফিল্ডারের!
BCCI
Sunil Chhetri: এশিয়ান কাপের পরেই অবসরে সুনীল! কী বললেন কোচ স্টিম্যাচ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in