বিপাকে ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। এবার টেস্ট দলেও তাঁকে রাখা হবে না বলে জানিয়েছে বিসিসিআই। দলীপ ট্রফিতে খারাপ পারফর্ম্যান্স এবং ভুল শট নির্বাচনের জন্য তাঁকে আসন্ন বাংলাদেশ টেস্টে দেখা যাবে না শ্রেয়সকে।
কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই অফ ফর্মে ছিলেন শ্রেয়স। কিন্তু দলীপ ট্রফির মাধ্যমে ভারতের টেস্ট দলে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল শ্রেয়সের। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না তরুণ এই ক্রিকেটার। ৪ ইনিংসে মাত্র ১০৪ রান করেন শ্রেয়স। একটি হাফসেঞ্চুরি রয়েছে। এমনকি একবার শূন্য রানেও আউট হয়েছেন তিনি।
দ্য টেলিগ্রাফ অনলাইনকে বিসিসিআই-র এক আধিকারিক বলেন, "এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়সের জন্য কোনও জায়গা নেই। কার জায়গায় খেলবেন তিনি? তাছাড়া দলীপে তিনি যে ধরনের শট খেলেছেন, তা সত্যিই চিন্তার কারণ। ক্রিজে যখন তিনি সেট হয়ে গিয়েছিলেন হঠাৎ অদ্ভুত শট খেললেন। যখন পা-টা পিচে আপনি সেট হয়ে যাবে, তখন সেই সুযোগ তো আপনাকে নিতেই হবে"।
অন্য এক কর্তা জানান, "শ্রেয়স আইয়ার মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে পারেন। সেখানে রান করার সুযোগ রয়েছে। তাছাড়া রঞ্জি ট্রফিতেও শ্রেয়সের ফর্মে ফেরার সুযোগ থাকবে। সকল প্লেয়ারদেরই অফ ফর্ম আসে। সেটা কাটিয়ে উঠতে হয়। পাশাপাশি এও মনে রাখতে হবে ওয়ান ডে বিশ্বকাপে শ্রেয়স অসাধারণ পারফর্ম করেছিলেন"।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে চিদম্বরম স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। কানপুরের গ্রীনপার্ক স্টেশিয়ামে সেই টেস্ট অনুষ্ঠিত হবে। তারপর ৩টি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। প্রথমটি হবে ৬ অক্টোবর, দ্বিতীয়টি হবে ৯ অক্টোবর এবং তৃতীয়টি হবে ১২ অক্টোবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন