চলতি আইপিএলে একদমই ছন্দে ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের তিন ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স লীগ টেবিলের একদম তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। চেনা ছন্দে দেখা যায়নি অধিনায়ক রোহিতকে। ১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯.১৪ গড়ে মাত্র ২৬৪ রান। তবে রোহিতের এই খারাপ ফর্ম উদ্বেগের কারণ নয় বলেই জানালেন সৌরভ গাঙ্গুলি। রোহিত শীঘ্রই রানে ফিরে আসবেন বলে জানালেন বিসিসিআই সভাপতি।
একটি প্রচারমূলক অনুষ্ঠানে সৌরভ বলেন, প্রত্যেকেই মানুষ। তাই ভুল হবেই, কিন্তু অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অসামান্য। পাঁচটি আইপিএল শিরোপা, এশিয়া কাপ জেতা, সে যেখানে অধিনায়কত্ব করেছে সেখানেই জিতেছে, তাই অধিনায়ক হিসেবে তার রেকর্ড অসামান্য। ভুল তো হবেই কারণ তারা সবাই মানুষ।"
চলতি আইপিএলে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। তিন বার গোল্ডেন ডাকে ফিরে যেতে হয়েছে তাঁকে। তবে শেষ ম্যাচে আরসিবির হয়ে নজর কেড়েছেন বিরাট। কোহলি সম্পর্কে বলতে গিয়ে সৌরভ বলেন,"কোহলি শেষ ম্যাচে খুব ভালো খেলেছে, বিশেষ করে যখন আরসিবির -এর প্রয়োজন ছিলো। সে খুব খুশি যে আরসিবি যোগ্যতা অর্জন করেছে।"
অধিনায়ক রোহিত শর্মা, কোহলি এবং সিনিয়র পেসার জসপ্রীত বুমরাহকে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
এই আইপিএলের নতুন আবিষ্কার সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। ধারাবাহিক ভাবে ১৫০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করে ভারতীয় দলে ডাক পেয়েছেন 'কাশ্মীর এক্সপ্রেস'। উমরান প্রসঙ্গে সৌরভ বলেন, "তার ভবিষ্যৎ হাতেই রয়েছে। সে যদি ফিট থাকে এবং এই গতিতে বোলিং করে, আমি নিশ্চিত সে দীর্ঘ সময় ধরে থাকবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন