BCCI: কাজ শুরুর আগেই গম্ভীরের সাথে 'ঠান্ডা লড়াই' বোর্ডের! তারকা ফিল্ডিং কোচকে পেলেন না গৌতি

People's Reporter: ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু বোর্ড সেই সিদ্ধান্ত মানতে নারাজ।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরছবি - সংগৃহীত
Published on

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তবে এখনও পর্যন্ত ময়দানে নামেননি তিনি। এরই মধ্যে বোর্ড এবং তাঁর সিদ্ধান্ত নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের পদে কোচ হওয়ার জন্য গম্ভীরের অন্যতম প্রধান শর্ত ছিল দলের জন্য সমস্ত সিদ্ধান্ত তিনিই একাই নেবেন। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ পছন্দ করবেন না গম্ভীর। তাঁর দায়িত্ব শুরুর আগেই বোর্ড এবং গম্ভীরের মধ্যে কার্যত 'ঠান্ডা লড়াই' শুরু হল। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু বোর্ড সেই সিদ্ধান্ত মানতে নারাজ। বোর্ডের দাবি, বিদেশির বদলে ভারতীয় কাউকে ফিল্ডিং কোচ করা হবে। গৌতম গম্ভীরের সমস্ত সাপোর্ট স্টাফ যাতে ভারতীয়ই হন সেই দিকেই বেশি জোর দিচ্ছে বিসিসিআই।

জন্টি রোডসের সাথে লখনউ সুপারজায়ান্টে একসাথে কাজ করেছিলেন গম্ভীর। লখনউ দলের মেন্টর ছিলেন তিনি। নেদারল্যান্ডসের রায়ান টেনকেও সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন গম্ভীর। কিন্তু বোর্ড তাতেও রাজি হয়নি। রায়ান টেনের সাথে কলকাতা নাইট রাইডার্সে কাজ করেছিলেন গম্ভীর

এর আগে গম্ভীর আর বিনয় কুমারকে বোলিং কোচ করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবও নাকি খারিজ করে বিসিসিআই। ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপকেই রেখে দিতে পারে বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

গৌতম গম্ভীর
BCCI: একা গম্ভীর নন, অতীতেও ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন এই ৪ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার
গৌতম গম্ভীর
Paris Olympics 24: ১৫ দিন পর শুরু অলিম্পিক, ভারতের হয়ে পদক জয়ের আশা জাগাচ্ছেন যাঁরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in